বৃহস্পতিবার রাত ১১.৪৬ মিনিটে রাজস্থানের আলওয়ার জেলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.২। কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকাতে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে রাজস্থানের আলওয়ার জেলায় কেন্দ্রস্থল ছিল এই ভূমিকম্পের। মাটির থেকে পাঁচ কিলোমিটার নিচে হয় এই কম্পন। এদিন নিমেষেই এই কম্পনের কথা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেন কার্যত যেন গর্জনের শব্দ শুনতে পাচ্ছিলেন তাঁরা। এবছরের শুরু থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় অসংখ্য় ছোটো বড় ভূমিকম্প হয়েছে। বছরের শেষেও সেই ট্রেন্ড অব্যাহত থাকল।