বাংলা নিউজ > হাতে গরম > লকডাউনে ধুলিসাৎ অর্থনীতি, এপ্রিলে আটটি মূল শিল্পে উৎপাদন কমেছে ৩৮%
প্রত্যাশিতই ছিল। লকডাউনের দরুণ পুরো এপ্রিল মাসে কার্যত বন্ধ ছিল অর্থনৈতিক কার্যকলাপ। তাই শিল্পোত্পাদন যে সংকুচিত হবে সেটাই স্ꦉবাভাবিক। আটটি মূল শিল্পে উৎপাদন কমেছে ৩৮.১২ শতাংশ।মার্চে উৎপাদন কমেছিল ৯ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সিমেন্ট ও ইস্পাত শিল্পে।
আটটি মূল শিল্পের মধ্যে একটিতেও বাড়েনি উৎপাদন। সবচেয়ে ভালো করেছে সার শিল্প যেখানে উৎপাদন কমেছে ৪.৫ শতাংশ। অন্যদিকে সিমেন্ট শিল্পে উৎপাদন কম💜েছে ৯০ শতাংশ।
আটটি কোর সেক্টর হল কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, রিফাইনারি, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ শিল্প। এগুলি সবমিলিয়ে ভারতের শিল্পো🏅ৎপাদনের সূচকের ৪০.২৭ শতাংশ এটি। আগ🌠ামী কিছুদিনে অর্থনীতির হাল আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
হাতে গরম খবর