বিশ্বজুড়ে বাজারে বড়সড় প্রভাব ফেলেছে নোভেল করোনাভাইরাস সংক্রমণজনিত 🍨উদ্বেগ। সেই কারণে সোনার দ💝ামে উত্থান পতন অব্যাহত। মঙ্গলবারের পরে বুধবার দিনের শুরুতে কলকাতায় আবার বাড়ল সোনার দাম।
এ দিন কলকাতা😼য় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে যাচ্ছে ৪০,৬০০ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রামের দাম যাচ্ছে ৩৮,৫২০ টাকা। হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রামের দাম যাচ্ছে ৩♒৯,১০০ টাকা।
আরও পড়ুন:
পাশাপাশি, এ দিন♔ শহরে রুপোর বাট প্রতি কেজির দাম যাচ্ছে ৩৭,৪০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি যাচ্ছে ৩৭,৫০০ টাকা।
আরও পড়ুন:
একনজরে বুধবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
• পাকা সোনা (২৪ ক্যারাট) প্রতি ১০ গ্রাম💧 ৪০,৬০০ টাকাౠ।
• গয়নার সোনা (২২ ক্যার♋াট) প্রতি ১০ গ্রাম ৩৮,৫২০ টাকা।
• হলমার্ক সোনার গয়না (২🐈২ ক্যারাট) প্রত🦹ি ১০ গ্রাম ৩৯,১০০ টাকা।
• রুপোর বাট প্রতি কেজি ৩৭,৪০০ টাকা।
• খুচরো রুপো প্রতি কেদি ৩৭,৫০০ টাকা।