বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জেরে শুক্রবার শেয়ারবাজার কিছুটা চাঙ্গা হলেও বেশ খানিকটা পড়♉ল সোনার দাম। এ দিন এমসিএক্স জুন গোল্ড ফিউচার্স অনুযায়ী, প্রতি ১০ গ্💙রাম খাঁটি সোনার (২৪ ক্যারাট) দাম পড়েছে ১,০০০ টাকা। এর ফলে ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,২০০ টাকা।
এর পাশাপাশি, বাজারে ১.% দাম কমেছে রুপোরও। এ দিন মে সিলভার ফিউচার্স অনুযায়ী, প্রতি ১ ক𒐪েজি রু💦পোর দাম যাচ্ছে ৪৩,৪৯২ টাকা।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়ায় টাকার দাম পড়লেও ভারতে সোনার দর বেড়ে নত🌞ুন নজির তৈরি করেছিল। প্রতি ১০ গ্রাম খাঁটি (২৪ ক্যারাট) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ৪৭,৩২৭ টাকা।
অন্য💎 দিকে, বৃহস্পতিবার আমেরিকান ১ ডলারের ✱তুলনায় ভারতীয় টাকার দাম বেড়ে দাঁড়ায় ৭৬.৮৭ টাকা।
বিশ্ববাজারে এ দিন অল্প হলেও দাম বেড়েছে সোনার𓃲। যদিও বিশ্ব আর্থিক মন্দার আশঙ্কা চেপে বসায় বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা লক্ষ্য করা যাচ🅠্ছে।
এ দিন স্পট গোল্ড প্রতি আউন্সের দাম ০.১% বেড়ে দাঁড়িয়েছে ১,৭১৬.৫৬ ডলার। চল♏তি সপ্তাহে এটাই আন্তর্জাতিক ✃বাজারে সোনার সর্বোচ্চ দর।