পর পর ৪ দিন পড়ার পরে মঙ্গলবার ভারতে সোনার দাম বাড়ল। যদিও চলতি মাসের সর্বোচ্চ দরের চেয়ে এখনও প্রায় ৫,০০০ টাকা নীচে রয়েছꦍে সোনা। এ দিন এমসিএক্স সূচকে ০.১৪% বৃদ্ধির জেরে প্রতি ১০ 𒁏গ্রাম সোনার দাম যাচ্ছে ৫১,৩৪০ টাকা।
সূচকে এ দিন রুপোর দরও ০.৪৪%&nb𓄧sp;ব🉐েড়েছে, যার ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৫,৮৬০ টাকা।
সোমবার সূচকে সোনার🐷 দর ১.৪% অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৭৫০ টাকা হ্রাস পায় দিনের শেষে। পাশাপাশি, রুপো প্রতি কেজিতে ১,৭৫০ টাকা কমে। এ মাসে সোনার সর্༒বোচ্চ দাম গিয়েছে প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা এবং রুপোর দাম গিয়েছে কেজিপ্রতি ৭৮,০০০ টাকা।
আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি এ দিন সোনার দাম ১,৯৩৩ ডলারে স্থিতি♓শীল হয়েছে। তবে রুপোর দর সূচকে ০.৩% বৃদ্ধির ফলে যাচ্ছে ২৬.৬২ ডলার।
মার্কিন আর্থিক নীতির নতুন প্যাকেজ গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন ﷺফেডারেল লরিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েল, তবে তার সবিস্তার ব্যাখ্যার জন্য অপেক্ষায় রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এ ছাড়া ডলারের দাম তেজিয়ান থাকায় সোনার দর বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।