সোমবারের পরে মঙ্গলবারও সোনার দাম উর্ধ্বমুখী রাখার প্রচেষ্টা দেখা গেল বাজারে। এ দিন এমসিএক্স সূচকে ০.০৬% উত্থানের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,২৭৫ টাকা। রুপোও সূচকে ০.৩% বৃদ্ধির ফলে প্রতি কেজির দাম দাঁড়াল ৪৯,১৩৩ টাকা। উল্লেখ্য, গত সপ্তাহে সোনার দর রেকর্ড বৃদ্ধির ফলে প্রতি ১০ গ্রামে দাম গিয়েছে ৪৮,৫৮৯ টাকা।সোনার দামে উল্লেখযোগ্য উত্থান না হওয়া সম্পর্কে কোটাক সিকিউরিটিজ জানিয়েছে, ‘বিশ্ব অর্থনীতিতে মন্দার জেরে আশানুরূপ চাহিদায় ভাটা পড়েছে, যার ফলে সোনাম দামে অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। দামের এই অস্থির গতি এখন কিছু দিন চলতে পারে যদি না বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতায় আমূল পরিবর্তন দেখা দেয়।’ আবার সেই সঙ্গে টাকার দাম কিছু বাড়ার ফলেও সোনায় বিনিয়োগের ঝোঁক কমেছে বলে বাজার বিশেষজ্ঞদের ধারণা।আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে বিশেষ ওঠানামা দেখা যায়নি। স্পট গোল্ড সূচকে প্রায় অপরিবর্তিত থাকায় সোনার দাম প্রতি আউন্স যাচ্ছে ১,৭৭০.৭৭ ডলার। গত সপ্তাহে অবশ্য শেষ আট বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়ে সোনার দর দাঁড়িয়েছিল প্রতি আউন্স ১,৭৭৯.০৬ ডলার। এ দিন বিশ্ববাজারে দাম কমেছে রুপোর। সূচকে ০.৩% পতনের জেরে প্তি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৭.৮১ ডলার।