সোমবার প্রকাশিত হবে চার্টাড অ্যাকাউন্ট্যান্ট (CA) ফাউন্ডেশন ও ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল। একইসঙ্গে পুরনো ও নতুন কোর্সের ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা icaiexam.icai.org, caresults.icai🐬.org, icai.nic.in-এ নিজেদের ফল দেখতে পারবেন।
গত নভেম্বরে পরীক্ষা নিয়েছিল ইনস্ট🅷িটিউট অফ চার্টাড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া (আইসিএআই -ICAI)। সোমবার সেই ফল প্রকাশিত হচ্ছে।
কীভাবে প্রক্রিয়ার ফল দেখবেন?
১) icaiexam.icai.org বা caresults.icai.org বা icai.nic.i🍌n-এ যান।
২) 'CA Foundation result' বা 'CA Intermediate result' লিঙ�♐�্ক করুন।
৩) নিজের রোল নম্বর ও জন্মতারিখ লিখুন।
৪) 'Submit'-এ ক্লিক করুন।
৫) স্ক্রিনে নিজের রেজাল্ট দেথতে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইটে মꦬেধাতালিকাও দেওয়া থাকবে। তবে মেধাতালিকায় ৫০ তম র্যাঙ্ক পর্যন্ত দেওয়া থাকবে।
SMS-এর মাধ্যমে কীভারে ফল দেখবেন?
Foundation Examination (নতুন কোর্স) : CAFND (Space) XXXXXX লিখে ৫৮৮৮৮-এ পাঠিয়ে দেন। (এখানে XXXXXX বলতে আপনার Foundation Examination-এর ছয় ডিজিটের রোল নম্বর দিতে হবে। উদাহরণ স্বরূপ - CAFN💎D১২৩৪৫ )
পাশাপাশি, যে পরীক্ষার্থীরা অফি🤪সিয়াল ওয়েবসাইটে নিজেদের মেল আইডি নথিভুক্ত করেছেন, তাঁদের মেলে রেজাল্ট পাঠানো হবে।