তেইশ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IIPM) সংস্থার ডিরেক্টর অরিন্দম চৌধুরী। শুক্রবার অর্থ আইনের ৮৯ ধারায় অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর দফতর। আইনের এই ধারায় পরিষেবা কর এড়ানো সংক্রান্ত অভিযোগে মামলা করা হয়। অরিন্দম চৌধুরীর বিরুদ্ধে পরিষেবা সূত্রে বকেয়া ২৩ কোটি টাকার কেন্দ্রীয় ভ্যাট (CENVAT) এড়ানোর অভিযোগ উঠেছে। তাঁর সঙ্গে একই অভিযোগে গ্রেফতার হয়েছেন IIPM-এর আর এক ডিরেক্টর গুরুদাস মালিক ঠাকুর। তাঁদের দুজনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, অর্থের বিনিময়ে ছাত্রদের ভুয়ো এমবিএ ডিগ্রি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ২০১৫ সালে বন্ধ হয়ে যায় অরিন্দমের IIPM সংস্থা। তাঁর একটি ছবি প্রযোজনা সংস্থাও রয়েছে।