বাংলা নিউজ > হাতে গরম > মে মাসে জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেন পরীক্ষা নেওয়া হবে, এপ্রিলে অ্যাডমিট কার্ড
করোনাভাইরাস সংক্রমণের জেরে অবশেষে ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেন পরীক্ষা পিছিয়ে নতꦍুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিংꦉ এজেন্সি (NTA)।
মঙ্গলবার সরকারি নোটিশ জারি করে পরীক্ষা পিছোনোর🗹 ঘোষণা করে NTA। এই পরীক্ষা আগামী মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। পরীক্ষার অ্🌼যাডমিট কার্ড আগামী ১৫ এপ্রিল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থা।
এর আগে গত ১৮ মার্চ এক নোটিশ মারফৎ ৫, ৭, ৯ এবং ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য জয়েন্ট এন্ট্রান্স মেন পর💞ীক্ষা বাতিল ঘোষণা করে NTA।
নিজস্ব টুইটার হ্যান্ডেলে এই সংবাদ জানিয়ে 🦩পোস্ট করেছ𒊎েন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
হাতে গরম খবর