কলকাতা ও শহরতলির ক্রিকেটপ্রেমী তথা আইপিএল-এর অন্যতম দল 'কলকাতা 🐬নাইট রাইডার্স'-এর সমর্থকদের জন্য আবারও একবার মধ্যরাতে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ༺। এই পরিষেবা পাওয়া যাবে আজ (সোমবার - ২১ এপ্রিল,২০২৫) মধ্যরাতে (মেট্রো রেলের টাইম টেবিল অনুসার - মঙ্গলবার ভোররাতে)।
উল্লেখ্য, আজ কলকাতা ইডেন গার্ডেন্স ময়দানে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস। সেই ম্যাচ শেষ হওয়ার পর রাত ১২টায় নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে রাত ১২টায় বিশেষ দু'টি মেট্রো উত্তর ও দক্ষিণমুখে যাত্রা শুরু করবে। এছাড়া, হাওড়া ময়দান 🌊পর্যন্তও মেট্রো চালানো হবে।
এর মধ্যে ব্লু লাইনের অন্তর্গত🔴 ট্রেন দু'টি এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়ার পর যথাক্রমে - একদিকে দক্ষিণেশ্বর ও অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৩৩ মি꧋নিটে। একইসঙ্গে, মেট্রো ধরে হাওড়া ময়দান পর্যন্তও যাত্রীরা পৌঁছে যেতে পারবেন। এই পরিষেবা পাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে টিকিটের মূল দামের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা করে খরচ করতে হবে। তাঁদের সুবিধার্থে ওই সময় পর্যন্ত এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারও খোলা রাখা হবে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড-এর বিশেജষ অনুরোধে এই পরিষেবা প্রদান করা হবে।