বাংলা নিউজ > হাতে গরম > পৃথিবীর কাছেই খোঁজ মিলল নতুন কৃষ্ণগহ্বরের
পৃথিবীর খুব কাছেই সন্ধান পাওয়া গেল অপরিচিত এক কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক 𓃲হোল-এর। নীল গ্রহ থেকে তার 🧔দূরত্ব মাত্র ১০০০ আলোকবর্ষ অথবা ৫.৮৮ লাখ কোটি মাইল।
সম্প্রতি ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন সংস্থার গবেষক দল নতুন এই কৃষ্ণগহ্বর খুঁজে বের করেছেন। টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থিত নতꦍুন ব্ল্যাক হোল-টির নাম ꦍরাখা হয়েছে HR6819।
দেখা গিয়েছে, কৃষ্ণগহ্বরটিকে বেষ্টন করে প্রদক্ষিণ কর🍸ে চলেছে একটি নক্ষত্র। অন্য একটি নক্ষত্র প্রথম নক্ষত🐓্রের কক্ষপথ ঘিরে পরিক্রমা করছে।
ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন-এর পক্ষে মহাকাশ বিজ্ঞানী ডিয়েট্রিচ বাডের মতে, কোনও টেলিস্কোপ বা ꦰবাইনোকুলার ছাড়াই আকাশে দেখা যায় কৃষ্ণগহ্বরটিকে ঘিরে থাকা নক্ষত্রজোড়া। বর্তমানে সূর্যের পিছনে রয়েচে জোড়া নক্ষত্র ও তাদের মাঝের কৃষ্ণগহ্𓃲বরটি।
হাতে গরম খবর