নোয়াপাড়া থেকেই ছাড়বে মেট্রো। দমদমের জায়গায় নোয়াপাড়া থেকে ছাড়বে মেট্রো। দুদিনের জন্য এবার ট্রায়াল রান। কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস রিলিজে গোটা সময়সূচিটা জানানো হয়েছ𝔉ে।
মেট্রোর তরফে বলা হয়েছে, শনিবার অর্থাৎ ২৩শে নভেম্বর ব্লু লাইনে ২৩৮টি পরিষেবা থাকবে। আর র🐭বিবার ২৪শে ন𒁏ভেম্বর ১৩০টি সার্ভিস থাকবে।
এই দুদিন দমদমের জায়গায় নোয়াপাড়া থেকে মেট্রো ছাড়বে।
𒆙শনিবার ব্লু লাইনে ২৩৮টি সার্ভিসের জায়গায় ২৩৮টি সার্ভিস হবে। কবি সুভাষের জন্য দমদম থেকে যে মেট্রো ছাড়ত সেটা এবার নোয়াপাড়া থেকে ছাড়বে ও যাবে কবি সুভাষ পর্যন্ত, ট্রায়ালের ভিত্তিতে।
প্রথম সার্ভিস
সকাল ৬টা ৫০ মিনিটে নোয়🌃াপ꧑াড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে।
৬টা ৫৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি𝔉 সুভাষ পর্যন্ত যাবে মে💎ট্রো
৭টায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্🍒রো যাবে।
শেষ পরিষেবা-
রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর ♔থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা থাকবে।
রাত সাড়ে ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর।
রাত ৯টা ৪০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ
রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম।
রবিবার ব্লু লাইনে ১৩০টি সার্ভিস থাকবে। তবে দমদমের জায়গায় কবি সুভা𒅌ষগামী মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে।
প্রথম সার্ভিস-
সকাল ৯টা নোয়াপাড়া থেকে কবি সুভাষ
সকাল ৯টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
সকাল ৯টায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর
শেষ সার্ভিস
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ৯টা ২৭ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ৯টা ৩৫ মিনিটে নোয়াপাড়া-কবি সুভাষ
রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই সময়সূচি জানিয়েছেন।&nb♓sp;
কেন এই বদল?
মূলত যাত্রীদের ভিড় থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা। দক্ষিণেশ্বর থেকে মেট্রো এলে তা কার্যত ভর্তি হয়ে আসে। এর জেরে অনেকেই অফিস যাওয়ার জন্য আসন পান না। আবার ভিড়ে ঠাসা মেট্রো ছেড়ে দ♉েন অনেকে। 𓆉তবে এবার আর যাত্রীদের ভিড়ের মধ্যে পড়তে হবে না।
অন্যদিকে নোয়াপাড়া জংশন স্টেশন। তাছাড়া নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যনꩲ্ত পৃথক লাইন রয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোপথ তৈরি হয়ে পড়ে আছে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি ওই রুট পরিদর্শন করেন। 𒁃কারণ নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালু করতে এই বদল করা হচ্ছে। শনি ও রবিবার যাত্রী সংখ্য়া কম থাকায় ট্রায়াল হবে।