'টিকিট কনফার্ম হবেই! তবে একটু বেশি টাকা লাগবে।' ট্রেনের টিকিট ꦅকাটার সময় অনেকেই এরকম কথার সঙ্গে পরিচিত। তবে খুব শীঘ্রই সেই এজেন্টদের দিন ঘনিয়ে আসছে। অত্যন্ত রেলমন্ত্রী পীযূষ গোয়েলের থেকে মন্তব্য থেকে সেরকমই আভাস মিলেছে।ꦜ
আরও পড়ুন : ১৬ মার্চের মধ্যে নিষ্ক🐟্রিয় হয়ে যেতে পারে আপনার Debit card/ Credit Cꦦard!
লোকসভায় আলোচনার সময় মন্ত্রী জানান, এজেন্টদের মাধ্যমে টিকিট কাটার যে অভ্যেস আছে, তা বন্ধ করতে চান। তাঁর কথায়, 'ভেন্ডর বা এজেন্টের মাধ্যমে টিকিট কাটার যে অভ✃্যেস চালু আছে, তার কোনও দরকার নেই। আমি এটা বন্ধ করার বিষয়ে ভাবছি। বর্তমানে সবার কাছে মোবাইল আছে। তা ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারেন। যাঁদের দরকার, তাঁরা সার্ভিস সেন্টারে যেতে পারেন। সেখানে যুবকরা সাহায্য করার জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করছে।'
আরও পড়ুন : ৪৪৫১০০০০০ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকের জন্য অভি💯ন্ন সুদের হার চালু করল SBI
পাশাপা💧শি, অবৈধ সূত্র থেকে টিকিট না কাটারও আর্জি জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বেআইনিভাবে টিকিট বিক্রেতা ও এজেন্টদের পাকড়াও করতে অভিযান চালাচ্ছে রেল। বেআইনিভাবে টিকিট বুকিংয়ের সফটওয়্যার বিক্রির জন্য ১০৪ জনকে গܫ্রেফতার করা হয়েছে। টিকিটের কালোবাজারির অভিযোগে পুলিশের জালে ৫,৩০০ জন ধরা পড়েছে। সঙ্গে ৮৮৪ জন বুকিং ভেন্ডরকে কালোতালিকাভুক্তও করা হয়েছে।
আরও পড়ুন : DA বৃদ্ধি 7th Pay Commission সুপা꧋রিশ অনুযায়ী- লাভবান হবেন ৪৮ লাখ central government employees