এবার থেকে করোনার আরটি-পিসিআর টেস্ট হবে মাত্র ৪৯৯ টাকায়। মোবাইল ল্যাবে এই পরীক্ষা নেওয়া হবে। ফলাফল মিলবে ৬ ঘণ্টায়। সাধারণত আরটি-পিসিআর টেস্টের ক্ষেত্রে এক থেকে দুই দিন লাগে করোনা পজিটিভ না নেগ꧂েটিভ জানতে। দিল্লিতে ইন্ডিয়👍ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর হেডকোয়ার্টাসে এই পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এখনও অনেক রাজ্যেই এই পরীক্ষায় খরচ পড়ে প্রায় ২৫০০ টাকা। ৪৯৯ টাকায় করলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হবে। স্পাইসজেটের প্রমোটারদের তরফে স্পাইসহ🌃েল্থ প্রকল্পের আওতায় এই মোবাইল টেস্টিং ব্যবস্থা সারা দেশে তৈরি করা হচ্ছে। প্রাথমিক ভাবে ২০টি ল্যাব তৈরি করা হবে। প্রতিটিতে দিনে হাজারটি টেস্ট করা যাবে।
আইসিএমআর মুখপাত্র জানিয়েছেন প্রথম ধাপে দিল্লিতে এই পরিষেবা মিলবে। প্রয়োজনীয়তা অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে যাবে এই চলমান ল্যাবে। স্পাইসহেল্থ ও জিনিস্টোর মিলে একযোগে এই টেস্টিং ফেসিলিট তৈরি 🍸করেছে। সিলমোহর দিয়েছে আইসিএমআর ও এনএবিএল। স্পাইসথেল্থ জানিয়েছে তারা চায় যত সংখ্যক মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে।