শান্তিনিকেতন থেকে চার বাংলাদেশি নাগরিক-সহ ৬ জনকে রবিবার গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্র🐼চুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোর꧅ক।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বীরভূমের এক রাজনৈতিক নেতাক🍷ে হত্যার জন্য বাংলাদেশ থেকে চার পেশাদার খুনিকে ভাড়া করে শান্তিনিকেতনে আনা হয়েছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলেছে।
বীরভ🎃ূমের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ধৃতদের থেকে আমরা কিছু ধারালো অস্ত্র, কমপক্ষে পাঁচটি দিশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছি। ফরেন্সিক পরীক্ষার জন্য বিস্ফোরকগুলি পাঠানো হয়েছে। সোমবার ওই ৬ জনকে আদালতে তোলা হবে।’
পুলিশ দানিয়েছে, বিশ্বভারতী থেকে মাত্র ৩ কিমি দূরের এক বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চার বাংলাদেশি🅺 ছাড়া দৃত অন্য দুই জন বীরভূমের বাসিন্দা, জানিয়েছেন জ🦩েলা পুলিশ সুপার শ্যাম সিং।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদ থেকে ৬ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআই🅷এ। গতকাল ওই ঘট𝔍নায় আরও একজনকে পাকড়াও করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।