কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনে উল্লেখযোগ্য🎐 পতন ঘটে শ💎েয়ারবাজারে। রবিবার তার সামান্য হলেও ছায়া দেখা গেল সোনা ও রুপোর বাজারদরে।
এ দিন কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম যাচ্ছে প্রতি ১০ গ্রামের জন্য ৪১,৩৮০, যা শনিবার ছিল ৪১,৪৪০ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) এ দিন প্রতি ১০ গ্রামের দাম যাচ্ছে ৩৯,২৬০ টাকা, যা শনিবার ছিল ৩৯,৩১৫ টাকা। এ দিন হলমার্ক সোনার গয়নার দাম (২২ ক্যারাট) যাচ্ছে প্রতি🃏 ১০ গ্রাম ৩৯,৮৫০ টাকা, যা শনিবার ছিল ৩৯,৯০৫ টাক🍰া।
শহরে এ দিন রুপোর বাটের দাম প্রতি কেজিতে যাচ্ছে ৪৬,৩০০ টাকা, যা শনিবার ছিল কেজিপ্🦩রতি ৪৬,৬০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজি🧸তে এ দিন যাচ্ছে ৪৬,৪০০ টাকা, যা শনিবার ছিল ৪৬,৭০০ টাকা।
আরও পড়ুন: করনীতি না মুরলীধরণের দুসরা- 🉐অর্থমন্ত্রীর ঘোষণায় পর বিভ্রান্ত অনেকে
আরও পড়ুন:এবার মহাভারতের হস্তিনাপুর উন্নয🅘়নে উদ্যোগী কেন্দ্র
একনজরে রবিবার কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম:
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,৩৮০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৩৯,২৬০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার⛄্ক সোনার গয়না (১০ গ্রা🔜ম) - ৩৯,৮৫০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৬,৩০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৬,৪০০ টাকা।