কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে জানান এবার থেকে নয়া করনীতি চালু হবে। এতে পুরোনো হারের তুলনায় কম টাকা দিতে হবে। কিন্তু এতে একটা শর্ত আছে। এখনও পর্যন্ত আয়করেဣ যেমন পিপিএফ, এলআইসি, এইচআরএ প্রভৃতি বিভিন্ন ছাড় মেলে, ও তারফলে ট্যাক্সেবল ইনকাম কমিয়ে নেওয়া যায়, এই নতুন নিয়মে সেই সুযোগ নেই।
নির্মলা সীতারামন বলেছ♓েন এতে হাতে বেশি টাকা পাবেন করদাতারা। যাদের বছরে ১৫ লক্ষ টাকা আয়, তারা ৭৮ হাজার টাকা বাচাতে পারবেন নয়া করনীতি অনুুযায়ী টাকা দিলে বলে বাজেটে জানানো হয়েছে। কিন্তু এখনও সামগ্রিক ভাবে ঠিক কী ভাবে টাকা বাঁচবে, সেই নিয়ে অনেকেই ধোঁয়াসায়। অনেকে মনে করছেন হয়তো পেশাদারদের সঙ্গে কথা বলতে হবে এটা জানতে যে কোন পদ্ধতিতে টাকা দিলে ভালো হয়। টুইটারে অনেকেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।
অনেকে বিভ্রান্ত হলেও সীতারামন সাফ করে দিয়েছেন যে ধীরে ধীরে আয়করের ওপর সমস্ত ছাড় লুপ্ত করে দিতে চায় সরকার। এতে মানুষের হাতে কম সুদের করনীতিতে বেশি টাকা আসবে বলেই অভিমত অর্থমন্🌌ত্রীর।