সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন (জেইই) পরীক্ষায় রাজ্যে প্রথম হলেন দিল্লꦆি পাবলিক স্কুলের ছাত্রী শ্রীমন্তী দে। ﷺ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছে সে।
শুক্রবার ফল প্রকাশের পর শনিবার রাজ্যে প্র𝄹থম হওয়ার খবর পায়। তখন অবশ্য জ্বরে কাবু ছিল শ্রীমন্তী। বছরদুয়েক ধরে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, তাতে এরকম ফল হবে বলে আশাবাদীও ছিল সে। আপাতত তার লক্ষ্য, জেইই অ্যাডভান্সড। তারপর আইআইটি বম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় ওই মেধাবী ছাত্রী।
আরও পড়ুন : JEE মেন পরীক্ষা : ৭ 🍰ফেব্রুয়ারি থেকে শুরু রেজিস্ট্রেশন, জানু𒐪ন গুরুত্বপূর্ণ তারিখ
দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণℱি পর্যন্ত সাউথ পয়েন্ট স্কুলে পড়ত🍸 শ্রীমন্তী। পরে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলে ভরতি হয়। বরাবরই স্কুলে প্রথম হত শ্রীমন্তী। জেইই মেন পরীক্ষায় সেই ধারা বজায় রেখেছে সে।
তবে আপাতত শ্রীমন্তীর চিন্তার বিষয় একটাই। আগামী ২ ফেব্রুয়ারি একইদিনে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও ফিজিক্স অলিম্পিয়াডের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা পড়েছে। দুটি পরীক🅷্ষায় বসার ইচ্ছা ছিল শ্রীমন্তীর।