১৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। আর তার এত বছর পর আসছে এই ছবির সিক্যুয়েল ‘কিলবিল সোসাইটি’। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ‘কিলবিল সোসাইটি’র প্রধান মুখ পরমব্রত চট্টপাꦉধ্যায়ের চরিত্র ‘আনন্দ কর’-এর নতুন রূ🐻প ‘মৃত্যুঞ্জয়’ ও ছবি মুক্তির দিনক্ষণও জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল ছবির পোস্টার।
শহরের অলিগ🧸লি আর গগনচুম্বী অট্টালিকার প্রেক্ষাপট এই ছবির পোস্টারের আবহ। আর তার মাঝেই একদিকে পরমব্রতর মুখ, অন্যদিকে কৌশানীর। তাঁদের ফার্স্ট লুকে যেভাবে দেখা গিয়েছিল সেই ছ❀বিই এখানে ধরা পড়েছে। পাশাপাশি বন্দুকের নল থেকে বেরিয়ে এসেছে কাঁটায় ভরা গোলাপ। সঙ্গে বড় বড় করে লেখা, 'মরতে চাইলে, বাঁচতে হবে'।
আরও পড়ুন: সৃজিতের 💧‘কিলবিল সোসাইটি’র 'আনন্দ কর' ꦆএবার ‘মৃত্যুঞ্জয়’! কবে আসছে ছবি?
পরমব্রতর চরিত্র 'আনন্দ কর'কে ন্যাড়া মাথায় একেবারে অন্য লুকে দ𝕴েখা গিয়েছিল ছবির প্রথম ঝলকে। ‘হেমౠলক সোসাইটি’তে দেখানো হয়েছিল 'আনন্দ' মারণ রোগে আক্রান্ত, তার জেরেই কি নায়কের এই লুক? সেই উত্তর অবশ্য এখনও অধরা। কিন্তু তা দেখে এইটুকু আভাস পাওয়া যায় যে সে মৃত্যুকে জয় করেছে। আর তাই এবার সে আর আনন্দ কর নয়, সেই 'মৃত্যুঞ্জয়'।
তবে মৃত্যুকে পরাজিত করলেও সেই এবার নিজেই ‘মৃত্যু’র দূত। এবার বদলে গিয়൲েছে পাশার দান, তাই ‘আনন্দ’ এব♏ার সবার মুখে হাসি ফোটানো ‘ব্যাটম্যান’ নয়, বরং 'জোকার'। এখন সে মানুষকে প্রানে বাঁচার গুরুত্ব বোঝানোর বদলে, নিজের হাতেই তুলে নিয়েছে মারণাস্ত্র।

আরও পড়ুন: 'আগের মতো নেই' কৌশানি! সোমলতার কণ্🔯ঠে 'কিলবিল সোসাইটি'র কোন লড়াইয়ের ঝলক ফুটে উঠল গানের সুরে𓄧?
পরমব্রত ছাড়াও ছবিতে 'পূর্ণা'র চরিত্রে ধরা দেবেন কৌশানী মুখ💟োপাধ্যায়। তিনি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নজরকাড়াতে চলেছেন, বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। তবে শুধু অভিনয় নয়, ছবির গান নিয়েই এর আগে বড় চমক দিয়েছিলেন সৃজিত। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রণজয় ভট্টাচার্য।