আসছে হেমলক সোসাইটির সিক্যুয়েল কিলবিল সোসাইটি। নববর্ষের সময়ই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি। আর সেই ছবির প্রথম গান মুক্তি পেল এদিন। কী ছবি ফুটে উঠ🍃ল গানে গানে?
আরও পড়ুন: রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ 🌸মেরে চুমু ১৬ বছরের কিশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
কিলবিল সোসাইটির প্রথম গান
এদিন কিলবিল সোসাইটির যে প্রথম গান মুক্তি পেল সেখানেই দেখা যাচ্ছে একটি বদ্ধ ঘরে মুখোমুখি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় ওরফে পূর্ণা আইচ। দুজনের মধ্যে চূড়ান্ত অশান্তি। একটা সময় দেখা যাযꦚ় অভিনেত্রী কাউকে বলছেন 'আমায় একটা টিকিট কেটে দিবি রে?' সে কোথায় যেতে চায় জানতে চাইলে বলে 'ছোটবেলায়।' এরপরই ফুটে ওঠে উত্তরবঙ্গের ছবি। একই সঙ্গে ধরা পড়ে পূর্ণা আইচ চরিত্রের হতাশা, মনে জমে থাকা কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসার ছবি। শেষ পর্যায়ে দেখা যায় সে খাদের কিনারে দাঁড়িয়ে। ঝাঁপ দিতে প্রস্তুত।
আর এই গোটা মন খারাপি আবহটা তুলে ধরেছেন সোমলতা আচার্য তাঁর গানে গানে। গোটা গানে দেখা গিয়েছে 🍨এমন একটা মেয়ের কথা সে যা হতে চাইত আর যা হয়েছে দুটোর লড়াইয়ে মানুষ হিসেবে পূর্ণা ক্ষতবিক্ষত। বদলের কথাই যেন গানটির প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে। সঙ্গে এক মন খারাপি, বিষাদের ছোঁয়া। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায়। গেয়েছেন সোমলতা আচার্য।
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখ🦩া যাবে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। সে যেন এবার মৃত্যুর দূত। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।
আরও পড়ুন: শুভশ্রী যতই 'জুনিয়র' তকমা দিন, রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ রূপা! 🔯বিনোদিনীর তারিফে ꦦকী বললেন?
আরও পড়ুন: অবশেষে কাছাকাছি, ঝগড়া ভুলে মনের অনুভূতি কি জানাবে স্রোত-সার🅺্থকꦇ? নাকি ডিভোর্সই হবে?