সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার। সেখানে এবার সেরা সহ অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছেন তানিকা বসু। চালচিত্র ছবিটিতে পুতুল চরিত্রের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। তারপরই তাঁক𝕴ে নিয়ে কী লিখলেন স্বস্তিকা এবং প্রতীম?
আরও পড়ুন: শুভশ্রী যতই 'জুনিয়র' তকমা দিন, রুক্মিণীর প্রশং♈সায় পঞ্চমুখ রূপা! বিনোদিনীর তারিফে কী বললেন?
তানিকাকে নিয়ে কী লিখলেন স্বস্তিকা?
এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তানিকা বসুর দুটো ছবি পোস্ট করেন, এক চালচিত্র ছবিটিতে তাঁর চরিত্রের আর দ্বিতীꦑয়টি হল ফিল্মফেয়ার জয়ের পরের ছবি। এই ছবিগুলো পোস্ট করে টেক্কা অভিনেত্রী লেখেন, 'হ্যাঁ, আমি মনোনয়ন পেয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম। আমি পারিনি। আর আমার জীবন, কেরিয়ারে এই প্রথমবার আমি দারুণ খুশি যে আমার থেকেও বেশি যোগ্য কেউ, আমার আদরের তানিকা বসু এটা জিতেছে। স🃏েরা সহ অভিনেত্রীর পুরস্কার ওর। আমি খুব খুশি। আমি জিতলে বরং কম খুশি হতাম।'
এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় আরও লেখেন, 'চালচিত্র সিনেমাতে ওর অভিনয় সারা জীবন মনে রাখার মতো। আ🐠রও এগিয়ে চলো, সামনের দিকে এগিয়ে চলো। ধন্যবাদ ফিল্মফেয়ার সবসময় সঠিক বিচার কর🏅ার জন্য।'
কী লেখেন প্রতীম ডি গুপ্ত?
এদিন তানিকা বসুকে নিয়ে একটি আবেগঘন বার্তা লেখেন প্রতীম ডি গুপ্তও। তিনি এদিন এই চরিত্র বাছাই পর্বের কাহিনি বলে লেখেন, ' একজ🍰ন জনপ্রিয় অভিনেত্রী আমায় বলেছিল আমি তোমার সঙ্গে কাজ করতে চাই প্রতীম দা, কিন্তু এমন কোনও চরিত্র করতে চাই না যেটার মাত্র দুদিনের শ্যুটিং আছে। আমি ওকে বলেছিলাম যে স্ক্রিপ্টটা একবার অন্তত পড় এই অফার ফিরিয়ে দেওয়ার আগে। আমি ওকে পাওলির উদাহরণ দিই, মাছের ঝোল ছবিতে পাওলির চরিত্রের কথা বলি। ওটাও দুদিনের শ্যুটিং ছিল, কিন্তু এখনো মুম্বইয়ের জনপ্রিয় পরিচালকরা ওকে ওর করা ওই শ্রীলা চরিত্র দেখেই যোগাযোগ করে। কিন্তু সেই অভিনেত্রী একটা স্মাইলি পাঠিয়ে কথা থামিয়ে দিল। সেই দিন আমি বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আর প্রযোজককে বললাম হাসান দা আমি পুতুলের জন্য এমন কাউকেই খুঁজে বের করব যে সমস্ত পুরস্কার পাবে।'
এদিন প্রতীম আরও জানান তিনি অডি𝔉সনের তৃতীয় রাউন্ডে তানিকা এই চরিত্রের জন্য অডিশন দেন। মাত্র ৩০ সেকেন্ডেই আঞ্জ আমার সহকারীকে বলেছিলাম যে আমরা পেয়ে গেছি। বাকিটা তো সবার জানা। তানিকা আমি তোমায় নিয়ে গর্বিত। অনেক অনেক ভালোবাসা।'
এই বিষয়ে জানি💜য়ে রাখা ভালো, ২০২৪ সালের শীতের ছুটিতে মুক্তি পেয়েছিল চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল। এই ক্রাইম থ্রিলারে নজর কেড়েছিলেন পুতুল ওরফে তানিকা। স্পেশ্যাল চাইল্ডের চরিত্র তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন সেই সময়ই বিস্তর আলোচনা হয়েছিল তাঁকে নিয়ে।