বিরাট কোহলির বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বিসিসিআই। কদিন আগেই আইপিএল শুরুর আগে আরসিবির এ♉ক ইভেন্টে গিয়ে কোহলিকে বলতে শোনা গেছিল বোর্ডের নয়া ফর্মান নিয়ে। তার বক্তব্যে বোর্ড কর্তারা কেউ সরাসরি সংঘাতে না গেলেও সম্প্রতি যে নিয়ম বলবৎ করা হয়েছে ক্রিকেটারদের জন্য, তা যে বদল করা হবে না, সেকথাও পরিস্কার।
বর্ডার গাভাসকর সিরিজের পরই কঠোর হয় বিসিসিআই
অস্ট্রেলিয়া সিরিজে হারের পর ভারতীয় ক্রিকেটার♐দের বাগে আনতেই একপ্রকার কঠিন কিছু পদক্ষেপ নেয় বিসিসিআই। দশ দফা ফতোয়া জারি করা হয় ক্রিকেটারদের জন্য, যার মধ্যে অন্যতম ছিল পরিবারের সঙ্গে ওভারসিজ সিরিজে সময় কাটানোয় রাশ টানা। অর্থাৎ বোর্ডের তরফে দশ দফা প্রটোকলের মধ্যে বলা হয়, ৪৫ দিনের সিরিজের ক্ষেত্রে🤡 সর্বোচ্চ ১৫ দিন বিদেশে পরিবার নিয়ে থাকতে পারবে ক্রিকেটাররা। অর্থাৎ আগের মত স্ত্রী সন্তানদের নিয়ে ঘোরাফেরাতে রাশ টানা হয়।
দলের স্বার্থেই SOPর প্রয়োগ
বিসিসিআইএর সচিব দেবজিত সাইকিয়া জানাচ্ছেন, ' প্রত্যেকের নিজস্ব মতামত দেওয়ার এক্তিয়ার আছে , এটাই আমাদের গণতন্ত্র। তবে এখনই নিয়মের ক্ষেত্রে কোনো বদল আনার পরিকল্পনা নেই বিসি🌞সিআইএর। যে নতুন প্রটোকল ঢোকানো হয়েছে, তা ভারতীয় দল এবং বোর্ডের স্বার্থেই করা হয়েছে। আর এই নিয়ম বা SOP শুধু ক্রিকেটারদের জন🙈্য নয়, কোচিং স্টাফ, ম্যানেজার সবার জন্যই তৈরি করা হয়েছে '।
বিরাট আপত্তি তোলেন বিসিসিআইয়ের নিয়ম নিয়ে
বিরাট কোহলি কদিন আগে বলেছিলেন, ' যদি কোনো ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয় যে তারা পরিবার নিয়ে থাকতে চায় কিনা, তাহলে সবাই বলবে থাꩵকতে চায়, কেউই একা একা ঘরে থাকতে চায় না। সবাই চায় মাঠে নিজের দায়িত্ব পালনের পর ঘরে ফিরে নিজের সাধারণ জীবন কাটাতে পরিবারের সঙ্গে🦋'।
ভবিষ্যৎে নিয়মে সংশোধন আনা হতে পারে
বোর্ড সচিব এই নিয়ে আরো জানান, ' এই নিয়ম কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি, আগেও এই নিয়মই ছিল। আমাদের🅺 সভাপতি রজার বিনি যখন খেলতেন তখনও একই নিয়ম ছিল। আগের সেই নিয়মেই কিছু সংশোধন করা হয়েছে দলের স্বার্থে। তবে নিশ্চয়ই ভবিষ্যতে দরকার পড়লে কিছু ছাড় দেওয়া হবে। তবে তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকবে'।
India vs Maldives FIFA Friendly♐🌜 Live- প্রথমার্ধ শেষ! ভেকের গোলে ১-০ এগিয়ে ভারত
প্রসঙ্গত বিরাট কোহলি অধিনায়ক এবং রবি শাস্ত্রী কোচ থাকার সময় ক্রিকেটারদের পরিবারের সঙ্গে ওভারসিজ সিরিজেও থাকার অনুমতি দিয়েছিল। ফলে প্রায় ৫ বছরের বেশি সময় ধরে সেই নিয়ম চলার পর হঠাৎ বোর্ড তাতে রাশ টানꦰায় কিছুটা সমস্যায় পড়েছে ক্রিকেটাররা। আরও একটা বড় কারণ হল প্রায় সব ক্রিকেটারেরই ছোট সন্তানরা রয়েছে।