একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বিশ্বের নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। এভাবেই ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট।পাঁচ দিনের ভারত সফরে এসেছেন চিলির প্রেসিডেন্ট। এটি তাঁর প্রথম ভারত সফর। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। বিমানবন্দরেই চিলির প্রেসিডেন্টকে গার্ড ওফ অনার প্রদান করা হয়।এরপর দিল্লির হায়দরাবাদ হাউসে গ্যাব্রিয়েল বোরিক ফন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতায় স্বাক্ষর করেন দুই রাষ্ট্রনেতা। প্রতিনিধি পর্যায়ের বৈঠকও করেন তাঁরা।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেন। (আরও পড়ুন: ‘বিশ্বের সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তিꦏ রয়েছে ভারতে,তাও দেশের মুসলিমর🔯া গরিব কেন?’)
আরও পড়ুন-ছাত্রীর বাবার সঙ্গে সম্পর্ক, পরে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা🔥, পাকড়াও শিক্ষিকা
রাষ্ট্রপতি ভবনে গ্যাব্রিয়েল বোরিক ফন্ট বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর অদ্ভুত এক ক্ষমতা শক্তি রয়েছে, তিনি বিশ্বের প্রতিটি নেতার সঙ্গে কথা বলতে পারেন।সে মারেকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি, অথবা রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিকস কিংবা ইরান, ল্যাটিন আমেরিকার নেতারা হন কেন।এটা অন্য কোনও নেতা করতে পারবেন না। আপনি (প্রধানমন্ত্রী মোদী) আজকাল ভূ-রাজনৈতিক পরিবেশের একজন গুরুত্বপূর্ণ নেতা।' এরপরেই ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের প্রশংসা করে চিলির প্রেসিডেন্ট বলেন, 'ভারত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ভারতে ক্ষমতার পৃথকীকরণ রয়েছে। ভারতে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ভারত দারিদ্র্য এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে।' (আরও পড়ুন: ভারতে ও𝄹য়াকফের෴ অধীনে কতটুকু জমি আছে? সেই সব সম্পত্তির দাম কত?)
আরও পড়ুন: ওয়াকফ বিল♏ের সমর্থনে পথে মুসলিম মহিলারা, উঠল 'মোদী জিন্দাবাদ' স্লো🍌গান
তিনি আরও বলেন, 'চিলি এমন একটি দেশ যা বিশ্বের সঙ্গে সংযুক্ত। আমরা কোনও বিশেষ দেশের উপর নির্ভর করি না, তবে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ল্যাটিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক, জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ভাল সম্পর্ক রয়েছে এবং এখন আমরা ভারতের সঙ্গে আরও গভীরভাবে কাজ করতে চাই। আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।' চিলির প্রেসিডেন্ট বলেন, তার ভারত সফরে ইতিমধ্যেই বেশ কয়েকটি সমঝোতায় স্বাক্ষরিত হয়েছে।' (আরও পড়ুন: 'গাধা সবসময় গাধাই থা𓆏কে', জিবলি আর্টে ট্রোল ই💜উনুস, মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়)
উল্লেখ্য, ৫দিনের সফর শেষে চিলিতে ফিরে যাওয়ার আগে আগ্রা, মুম্বღই এবং বেঙ্গালুরুও যাবেন প্রেসিডেন্ট বোরিক। মুম্বই এবং বেঙ্গালুরুতে তিনি রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়িক ও শিল্প প্রতিনিধি, স্টার্টআপ, উদ্ভাবক এবং প্রযুক্তি নেতাদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।