চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র ব্যর্থতার পরে ফের লজ্জায় ডুবে গেল পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে সিরিজ হাতছাড়া করল রিজওয়ানের পাকিস্তান দল। বুধবার সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআই 🌼ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অপরাজেয় লিড নিয়েছে নিউজিল্যান্ড।
ট্রোল হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম
সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে জয়ের পর আত্মবিশ্বাসী কিউয়ি দল এই ম্যাচেও আধিপত্য বিস্তার করেছে। যদিও মাঝেমধ্যে কিছুটা চাপে পড়েছিল, তবে শেষ পর্যন্ত তারা অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছে। এই পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ব্যাপক ট্রল শুরু হয়েছেꦇ। সমর্থকরা বলছেন, প্রথম সারির খেলোয়াড়দের ছ💝াড়াই পাকিস্তান নিউজিল্যান্ডের দুর্বল দলকে হারাতে ব্যর্থ হয়েছে।
নিউজিল্যান্ডের প্রথম সারির ক্রিকেটারদের অনুপস্থিতিতেও ব্যর্থ পাকিস্তান
আসলে নিউজিল্যান্ডের যে দল পাꦆকিস্তানের প্রথম সারির দলকে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে পরাজিত করেছে তাতে নেই একাধিক প্রথম সারির কিউয়ি ক্রিকেটার। এই দলে নেই কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ইয়ং ও সোধির মতো ক্রিকেটার। এরপরেও কী করে ব্যর্থ হল বাবর-রিজওয়ানদের পাকিস্তান দল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের শীর্ষ ব্যাটারদের মিলিত স্কোরের বেশি রা করলেন নাসিম শাহ
এদিনের ম্যাচে নাসিম শাহ ব্যাট হাতে ৫১ রান করেন। মজার বিষয় হল এদিনের ম্য়াচে পাকিস্তানের শীর্ষ ছয় ব্যাটসম্যানের মোট স্কোরও হল ৩২ রান। অর্থাৎ বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা যা করতে পারেননি সেটাই ব্য়াট হাতে করে দেখিয়েছেন নাসিম শাহ। এছাড়াও ফাহিম আশরাফও কিছুটা লড়াই চালিয়েছিলেন বলে হারের ব্যবধানটা কিছুটা কমেছিল। নয়তো এদিনের ম্যাচে বড় ব্যবধানে হারত পাকিস্তান এবং আরও একটা🌺 বড় লজ্জার মুখোমুখি হত পাকিস্তান ক্রিকেট।
আরও পড়ুন … IPL 2025: একটা কিট নিয়ে এসেছিলাম, ভাবতেই প꧒ারিনি PBKS-এর হয়ে অভিষেক করব: নেহাল ওয়াধেরার অবিশ্বাস্য কাহিনি
পাকিস্তানের লজ্জাজনক ব্যাটিং, বেন সিয়ার্সের বিধ্বংসী স্পেল
নিউজিল্যান✃্ড প্রথমে ব্যাট করে ২৯২/৮ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ২০৮ রানে অলআউট হয়ে ৮৪ রানে হেরে যায়। নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৫৯ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন♑। জ্যাকব ডাফি ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন।
পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৭৩ রান করেন। তিনি নবম উইকেটে নাসিম শাহের (৫১) সဣঙ্গে ৬০ রানে🌃র পার্টনারশিপ গড়েন। এটি দুজনেরই প্রথম ওডিআই অর্ধশতক।
আরও পড়ুন … NZ vs PAK ODI 2nd: কাজে এল না ফাহিম আশরাফের লড়াই, ৮৪ রানে 𒊎ম্যাচে জিতে সিরিজ দখল করল নিউজিল্যান্ড
ও’রউর্কের বিধ্বংসী স্পেল
নিউজিল্যান্ডের উইল ও’রউর্ক দুর্দান্ত বোলিং করেন, ৬ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নেন🐲। তিনি পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে দুইবার আহত করেন—একবার হাতে, আরেকবার বাইসেপে। তিনি হ্যারিস রউফের হেলমেটে এক বিধ্বংসী বাউন্সার মারেন, যার ফলে রউফ কনকাশন টেস্টে ফেল করে মাঠ ছাড়তে বাধ্য হন।
ম্যাচ শেষে কী বললেন মহম্মদ রিজওয়ান?
ম্যাচ শেষে☂ মহম্মদ রিজওয়ান বলেন, ‘আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারিনি। নিউজিল্যান্ড দুর্দান্ত বোলিং করেছে এবং আমরা সুইং সামলাতে পারিনি। তবে ফাহিম ও নাসিম ভালো ব্যাটিং করেছে, যদিও দিনটি আমাদের জন্য হতাশাজনক ছিল।’ পাকিস্তান অধিনায়ক রিজওয়ান আরও বলেন, ‘এখানকার কন্ডিশন খুব কঠিন। নিউজিল্যান্ডের বোলাররা সুইং ও বাউন্স আদায় করে নিতে পারে, যা এশিয়ান কন্ডিশনের থেকে আলাদা। তবে আমরা কোনও অজুহাত দিতে চাই না।’
আরও পড়ুন … Jasprit Bumrah's Injury Update: কবে ফিরবেন বুমরাহ? আক꧒াশদীপ-মায়াঙ্কের চোটের খবর কী?
মিচেল হে'র দুর্ভাগ্যজনক ৯৯ রান*
নিউজিল্যান্ডের পক্ষে মিচেল হে ৯৯ রানে অপ🥂রাজিত থাকেন। শেষ ওভারে তিনি ২২ রান সংগ্রহ করেন (দুইটি চার𓂃 ও দুইটি ছক্কা) কিন্তু মাত্র ১ রানের জন্য প্রথম ওডিআই সেঞ্চুরি মিস করেন।
সিরিজে নিউজিল্যান্ডের আধিপত্য
নিউজিল্যান্ড প্রথম ম্যাচ ৭৩ রানে জেতার 🌊পর এই ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করেছে। তৃতীয় ও শেষ ম্যাচ শনিবার মাউন্ট মাউনগানুইতে অনুষ্ঠিত💙 হবে। এর আগে নিউজিল্যান্ড ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল।