ꦓ এক ব্রিটিশ তারকার ৩১ বছর আগের বিশ্বরেকর্ড ছিনিয়ে নিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। মোটে চার বছর স্থায়ী হল ভারতীয় তারকার সেই নজির। শনিবার সিনিয়র পান্ডিয়ার থেকে সেই রেকর্ড কেড়ে নিলেন এক কিউয়ি তারকা। ভেঙে গেল ক্রুণালের ওয়ান ডে অভিষেকে দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড।
﷽২০২১ সালের ২১ মার্চ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয় ক্রুণাল পান্ডিয়ার। সেই ম্যাচে তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। সেটি ছিল সেই সময়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেককারী কোনও ব্যাটারের সব থেকে কম বলে করা হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড।
𝄹ক্রুণাল সেই বিশ্বরেকর্ড ছিনিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের জন মরিসের থেকে, যিনি ১৯৯০ সালের ১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে ৩৫ বলে হাফ-সেঞ্চুরি করেন। মরিস সেই ইনিংসে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। ক্রুণাল নিজের অভিষেক ওয়ান ডে ম্যাচে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫৮ রান করে নট-আউট থাকেন।
ক্রুণাল পান্ডিয়ার বিশ্বরেকর্ড ভাঙলেন আব্বাস
♋শনিবার নেপিয়ারে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে নিউজিল্যান্ডের মহম্মদ আব্বাস ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অর্থাৎ, তিনি ওয়ান ডে অভিষেকে দ্রুততম হাফ-সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়েন। আব্বাস ভেঙে দেন ক্রুণাল পান্ডিয়ার রেকর্ড। ২১ বছরের কিউয়ি তারকা শেষমেষ ২৬ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন।
꧋আব্বাস বল হাতেও দলের পারফর্ম্যান্সে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি ম্যাচে মোট ৭ ওভার বল করেন। ৪৩ রান খরচ করে তুলে নেন ১টি উইকেট। বাঁ-হাতি মিডিয়াম পেসার আব্বাস সাজঘরে ফেরান পাকিস্তানের ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ানকে। অর্থাৎ, রিজওয়ানই হলেন আন্তর্জাতিক ক্রিকেটে আব্বাসের প্রথম শিকার।
🐎আব্বাসের অভিষেক ম্যাচে পাকিস্তানকে ৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড। নেপিয়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৪৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৩২ রান করেন মার্ক চাপম্যান। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪.১ ওভারে ২৭১ রানে অল-আউট হয়ে যায়। ম্যাচের সেরা হন চাপম্যান।