সোশ্যাল মিডিয়ায় যে কেবল মানুষরাই সেলিব্রিটি হয়ে ওঠে, দারুণ পরিচিতি পায় সেটাই নয়। এই দলে রয়েছে বিভিন্ন প্রাণীরাও। কখনও কারও বাড়ি সারমেয়, তো কখনও বিড়াল, কখনও আবার পাখি, তাদের কাজকর্ম নেট নাগরিকদের মনে জায়গ♔া করে নেয়। আর তেমনই একটি সারমেয় ছিল ইস কুমার চিকু। কিন্তু এই সোশ্যাল মিডিয়া তারকা কুকুরটিও এবার না ফেরার দেশে পাড়ি 🎐দিল। কিছুদিন আগেই সন্টু, আরও এক সেলিব্রিটি কুকুর পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এবার চিকুও পাড়ি দিল না ফেরার দেশে। কী হয়েছিল তার?
না ফেরার দেশে চিকু
সোশ্যাল মিডিয়ায় অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল এই চিকু ওরফে ইস কুমা🌳র চিকু। এদিন না ফেরার দেশে পাড়ি দিয়েছে এই সেলিব্রিটি কুকুর। তার অভিভাবক সোশ্যাল মিডিয়া👍য় তার না ফেরার খবর দিয়েছেন। জানিয়েছেন, 'যুদ্ধ শেষ, কেউ ফোন করো না। ও আসবে ঠিক আবার।'
প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গত ১৬ বছর ধরে তিনি চিকুকে আগলে রেখেছিলেন। কিন্তু বিগত কিছুদিন এই সারমেয় এত কষ্ট পাচ্ছিল সেটা কাহতব্য নয়। তবুও তিনি তাঁর আদরের চিকুকে আগলে বসেছিলেন। চারপেয়ে সন্তানের শরীর খারাপের আপডেট দিয়ে লেখেন, 'জীবনের একটা অধ্যায়ের অন্তিম পর্বে আছি, টবি, ব্রুনোকে নিজের কোলে হারিয়েছি। চিকুর পরিস্থিতিও ভালো নয়, ১৬ বছর বয়েস থেকে আজ আমার ৪১ চলছে, কাটছে ওদের সাথে। গত ১৫ বছর ধরে আমার সর্বস্ব দিয়ে আগলেছি চিকুকে। গোল্ডেন টাইমে রাজার হালে থেকেছে ও। আমার নতুন জীবনের সূচনা ওর চার হাত ধরে। পরবর্তীতে যত কঠিনﷺতা এসেছে তার নির্বাক সাক্ষী চিকু। চিকু একটা অধ্যায়ের নাম, চিকু একটা প্ল্যানেটের নাম, যেখানে বসবাস করে অগুন্তি মানুষ। তাদের অপার ভালোবাসা,তাদের আন্তরিকতায় দেখতে দেখতে চিকু ১৫ টা বছর কাটিয়ে দিল। ওর টিকে থাকার লড়াই আর যেন অতি দীর্ঘ না হয়, ও ভালোবাসা দিয়ে চলেছে, মায়া বয়ে চলেছে, ওকে শান্তির মুক্তি দেওয়াই আমার একমাত্র কাম্য।'
অবশেষে ২ এপ্রিল সেই দুঃসংবাদ দিয়ে জানালেন, 'চিকু নেই আর।' এই বিষয়ে জানিౠয়ে রাখা ভালো সন্টুও কিন্তু ২ তারিখ, ২ মার্চ না ফেরার পাড়ি দিয়েছিল। এবার চিকু।
চিকুর প্রয়াণ মেনে নিতে পারছে🧜 না নেটপাড়া। অনেকেই তার না ফেরার খবর ভাগ করে নিয়েছে🌌ন। করেছেন শোকপ্রকাশ।