সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে প্যানেল গঠনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এই ধরনের প্যানেল গঠনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট নেবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।যে সমস্ত রাজ্যে বিক্ষোভের নামে হিংসা ছড়িয়েছে, সেই সব রাজ্যের হাইকোর্টে অভিযোগ জানাতে এবং তদন্ত কমিটি গঠনের জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এ দিন প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ তার নির্দেশে জানিয়েছে যে, জমা পড়া প্রতিটি অভিযোগের বিরুদ্ধেই কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা পালটা যুক্তি দর্শিয়ে আপত্তি তুলেছেন।বেঞ্চের মতে, জমা পড়া আবেদনে বিক্ষোভরত দিল্লির জামিয়া মিলিয়া এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বিচারে মারধর ও গ্রেফতার করা হয়েছে এবং আহত হলেও তাঁদের চিকিত্সার ব্যবস্থা না করার অভিযোগ রয়েছে।অন্য দিকে সলিসিটর জেনারেলের দাবি, মাত্র দুই জন ছাত্রকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তাঁদের চিকিত্সা হয়েছে। শুধু তাই নয়, সলিসিটর জেনারেল জানিয়েছেন, পুলিশের হাতে ওই ছাত্ররা নিগৃহীত হননি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পুলিশ এড়িয়ে গিয়েছে বলে গুরুতর অভিযোগ করা হয়েছে বলেও এ দিন মন্তব্য করে সুপ্রিম কোর্টের বেঞ্চ। কিন্তু সেই অভিযোগও যে সলিসিটর জেনারেল অস্বীকার করেছেন, তা-ও জানিয়েছে শীর্ষ আদালত।