অনলাইন পড়াশোনার জন্য স্মার্টফোন কিনতে না পেরে বাবার সঙ্গে বচসা বেধেছিল মেয়ের। তার জেরඣে হতাশা ও অভিমা𝓀নে ত্রিপুরায় আত্মঘাতী হলেন বছর পঞ্চাশেকের দরিদ্র কৃষক।
পুলিশের দাবি, ত্রিপুরার সিপাহিজলার এক কৃষক পরিবা๊রের সদস্য দশম শ্রেণির ছাত্রী স্কুলের অনলাইন ক্লাস করার জন্য তার বাবার কাছে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু অর্থাভাবে সেই কৃষক গত মঙ্গলবার একটি সাধারণ ফো𝐆ন কিনে আনেন।
ফোন পছন্দ না হওয়ায়ꦆ তা মাটিতে আছড়ে ফেলে ভাঙে কিশোরী মেয়ে। এই নিয়ে বাবা-মেয়েতে তর্কাতর্কি হয়। এরপর নিজের ঘরে ফিরে যান কৃষক। পরের দিন সকালে তাঁকে ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ꧟্ধার করা হয়।
মধুপুর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ‘আমরা স্থানীয় বাসিন্দা এবং ওই পরিবারের সদস্যদের জেরা করে জানতে পারি, ঘটনার আগের রাতে স্মার্টফোন কেনা নিয়ে বাবা ও মেয়ে🐼র মধ্যে ঝ🍨গড়া হয়েছিল। ময়না তদন্তের পরে আমরা দেহটি পরিবারের হাতে ফিরিয়ে দিয়েছি। একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।’