কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ফোনে হয়তো বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। ঘাবড়ে যাচ্ছেন? চিন্তা করবেন না। কোন কোন ফোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য, ౠসেটি আপনাদের বলে দেব আমরা। তবে আপনার যদি উইন্ডোজ ফোন থাকে, তাহলে খারাপ খবর। এই ব♎ছরের শেষের পর আপনি আর ব্যবহার করতে পারবেন না জনপ্রিয় চ্যাটিং অ্যাপটি।
অ্যান্ড্রয়েড ২.৩.৭ অপারেটিং সিস্টেম যাদের ফোনে আছে ও অ্যাপেল ফোনের ক্ষেত্রে যাদের আইওএস ৮ আছে, তাদের হ্যান্ডসেট বা ওএস আপডেট করতে হবে। কারণ ওই সব ওএস থাকা ফোনগুলিতে পয়লা ফেব্রুয়ারি থেকে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এমনকী নতুন অ্যাকাউন্ট শুরু করা বা পুরোনো অ্যাকাউন্টকে ভেরিফাই ক𓃲রাও যাবে না জানুয়ারির পরে।
আগামী বছরের জুন মাসের পর আর এই অ্যাপটি মাইক্রোসফটের স্টোরে পা𓆉ওয়া যাবে না বলেও জানা যাচ্ছে।
বলা বাহুল্য অ্যান্ড্রয়েড ওএস ২.৩.৭ এর চেয়েও পুরনো ওএস এবং একই ভাবে আইওএস ৮ এবং তার বেশি আগের অপারেটিং সিস্টেমℱগুলিতেও চলবে না হোয়াটসঅ্যাপ।
এবার প্র🦄শ্ন হচ্ছে তাহলে কোন๊ অপারেটিং সিস্টেমে চলবে হোয়াটসঅ্যাপ। নীচে দেখুন তালিকা।
আন্ড্রয়েড ওএস ৪.০.৩+ যে ফোনে আছে
-আইফোন আইওএস ৯+ যে ফোনে আছে
কাইওএস🐲 ২.৫.১+ যে সিস্টেমে চলে যেমন জিওফোন ও জিওফোন২