Kolkata Police Exam Results: প্রকাশিত কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার ফল, রইল ডিরেক্ট লিঙ্ক, এবার কবে টেস্ট?
1 মিনিটে পড়ুন Updated: 27 Sep 2023, 05:11 PM IST- -তে যেতে হবে।
২) হোম🌞পেজে ‘Recruitment of Constable & Lady Constable to Kolkata Po♕lice 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। উপর♒ে 'Result of Preliminary Written Test 🐈for Recruitment to the posts of Constables/ Lady Constables in Kolkata Police - 2022' লেখা থাকবে। সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। বেছে নিতে হবে জেলা। 'Search Result'-তে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেꦍখা যাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
কলকাতা পুলিশের কনস্টেবল ☂এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি টেস্টের রেজাল্ট দেখার ডিরেಞক্ট লিঙ্ক -
পরবর্তী ধাপের পরীক্ষা কবে থেকে শুরু হবে?
পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের♏ তরফে জানানো হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে 'Physical Measurement Test' এবং 'Physical Efficiency Test' শুরু হতে পারে। তবে কবে 'Physical Measurement Test' এবং 'Physical Efficiency Test' শুরু হবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। শীঘ্রই 'Physical Measurement Test' এবং 'Physical Efficiency Test'-র নির্দিষ্ট দিনক্ষণ, সূচি এবং স্থান জানানো হবে আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড।
আরও পড়ুন: SSC 2023-এর CGL, CHSL, JE ও SI পরীক্ষার তারিখ ঘোষিত, সাইট থেকে কীভাবে জানবেন তথ্য, দেখে নি💫ন