আজ (২০ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গ ফুড সাব-ইনস্পেক্টর পদে আবেদন জানানোর শেষদিন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা ফুড সাব-ইনস্পেক্টর পদে আবেদন কর෴তে চান, তাঁদের আজ দুপুর তিনটের মধ্যে সেই কাজটা সেরে ফেলতে হবে। আজই মিটিয়ে দিতে হবে টাকা (যাঁরা ব্যাঙ্কে টাকা জমা দেবেন, তাঁদেরও আজ দুপুর তিনটের মধ্যে চালান ডাউনলোড করতে হ🌌বে, বৃহস্পতিবারের মধ্যে ব্যা)। নাহলে পশ্চিমবঙ্গ ফুড সাব-ইনস্পেক্টর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে।
পশ্চিমবঙ্গ ফুড সাব-ইনস্পেক্টর পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) বেতন🙈: চাকরিতে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাসিক হবে ২২,৭০০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। সঙ্গে যুক্ত হবে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ), হাউজ রেন্ট অ্যালোওয়েন্সের (এইচআরএ)।
২) মোট শূন্যপদের সংখ্যা: বর্তমানে শূন্যপ𝔉দের সংখ্যা হল ৪৮০। সঙ্গে ‘ব্যাকলগ’ হিসেবে আছে ২৯টি শূন্যপদ।
৩) বয়সসীমা: ১৮ বছরের নীচে এবং ৪০ বছরের ঊর্ধ্বে প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অর্থাৎ ১৯৮৩ সালের ২ জানুয়ারির আগে জন্মানো এবং ২০০৫ সালের ১ জানু🤪য়ারির পরে জন্মানো প্রার্থীরা আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্র๊ে বয়সের সীমায় ছাড় আছে।
৪) অ্যাপ্লিকেশন ফি: ১১০ টাকা। সঙ্গে যুক্ত হবে সার্ভিস চার্জ এবং জিএসটি (ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেমন🅰 ১১৫.৭৮ টাকা লাগছে)।
কীভাবে পশ্চিমবঙ্গ ফুড সাব-ইনস্পেক্টর পদে আবেদন করতে হবে?
১) পশ্চিমবঙ্গ পাবলি😼ক সার্ভিস কমিশনের অফিসিয়াল🅺 ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজে🃏র বাঁ-দিক🦩ে 'Candidate's Corner' আছে। সেটার ঠিক নীচেই আছে ‘Apply Online’। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে তিনটি অপশন পাবেন। ‘Apply 🐎Now’-তে ক্লিক করতে হবে।
৪) আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে নোটিফিকেশন ট্যাবের নীচে ‘Apply Now’ আছে। তাত🔯ে ক্লিক করতে হবে। য❀দি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। নাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের।
সেই পর্যায়ে নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ, নাগরিকত্ব, লিঙ্গ সংক্রান্ত তথ্য দিতে হবে। মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে পꦜ্রার্থীদের।🌸 মোবাইল ফোনে ওটিপি যাবে। সেটা দিয়ে প্রার্থীদের নিজেদের মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। তারপর নিজের ঠিকানা দিয়ে ‘Save & Proceed’ করতে হবে প্রার্থীদের।
৫) একটি নয়া পেজ খুলে যাবে। নিজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ‘Save & Proceed’-তে ক্লিক করতে হবে। তারপর নয়া পেজ খুলে যাবে। 🌄যাবতীয় তথ্য খুঁটিয়ে দেখে দিয়ে সাবমিট করতে ဣহবে। সেইসঙ্গে ফোনে এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড চলে আসবে।
৬) এবার নিজের এনর♔োলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর যাবতীয় তথ্য দিতে হবে। নিজের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত তথ্য লাগবে। তারপর টাকা দিতে হবে।
আরও পড়ুন: Constable hiring൩ age limit change: কনস্টেবল নিয়োগে বয়সসীমা বাড়িয়ে ৩০ বছর করার ভাবনা