দশ꧋ম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করল অসম বোর্ড। অসম বোর্ড ২০২১ হাই স্কুল লিভিং সার্টিফিকেট (HSLC) অর্থাৎ দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে ১১ মে, ২০২১ থেকে। আর দ্বাদশ শ্রেণি বা হায়ার সেকেন্ডারি (HS) পরীক্ষা শুরু হচ্ছে ১২ মে ২০২১ থেকে। HSLC ও HS এর ফলাফল ঘোষণা করা হবে যথাক্রমে ৭ ও ৩০ জুলাই, ২০২১ ।
নির্ধারিত কেন্দ্রে কাগজ-কলমে দশ🦋ম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। নিজের সোশ্যাল মিডিয়াতে অসম বোর্ড আয়োজিত HSLC ও HS এর তারিখ ঘোষণা করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা। পাশাপাশি তিনি পরীক্ষার ফলাফল দিন ঘোষণা করেন।
ꦇএর আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ৩১ ডিসেম্বর,২০২০ তারিখ একটি লাইভ অনুষ্ঠানে CBSE বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করেন। CBSE বোর্ডের দশম ꦇও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৪ মে, ২০২১ থেকে ১০ জুন, ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১ মার্চ, ২০২১ থেকে।