রাত পোহালেই প্রকাশিত হবে অসমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সকাল ন'টা থেকে অসমের উচ💎্চশিক্ষা সংসদের অফিসিয়াল 🌳ওয়েবসাইটে ফল দেখতে পারবে পড়ুয়ারা।
গত বছর থেকে অসমে উচ্চ মাধ্যমিকের সময় এগিয়ে আনা হয়েছে। তখন থেকে ফেব্রুয়ারি-মার্চಌের মধ্যে পরীক্ষা হচ্ছে। এবার ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৪ মার্চ। তার ফলে দেশের অধিকাংশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার আগেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে অসম উচ্চশিক্ষা সংসদ। ♑গত মাসে সেই কথাটাই বলেছিলেন পরীক্ষার কন্ট্রোলার পঙ্কজ বরঠাকুর। তাঁর বলেছিলেন, 'সময়সূচি এক মাস এগিয়ে আসার ফলে আমরা আগে পরীক্ষা শেষ করতে পেরেছি। মূল্যায়ন প্রক্রিয়াও আগে শুরু করতে পেরেছি, যখন সিবিএসই-সহ অনেক রাজ্যের বোর্ড এখনও পরীক্ষাই শেষ করতে পারেনি।’
লকডাউনের আগেই তাই অধিকাংশ উত্তরপত্রের মূল্যায়ন শেষ সম্পূর্ণ হয়ে 𒊎গিয়েছিল। বিধিনিষেধ শিথিলের পর বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করে বৃহস্পতিবার ফল প্রকাশ করতে চলেছে অসম শিক্ষা সংসদ। পরীক্ষার কন্ট্রোল✃ার আগেই ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছিলেন, মার্কশিট এবং সার্টিফিকেট হার্ড কপি এক সপ্তাহের মধ্যে স্কুলে পাঠানো হবে।
ফলাফল জানার প্রক্রিয়া :
১) অসমের উচ্চশিক্ষা সংসদের অফিস﷽িয়াল ওয়েবসাইট //ahsec.nic.in/-তে যেতে হবে বা করতে হবে।
২) অসমের দ্🍰বাদশ শ্রেণীর রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর, রেজি♊স্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ তথ্🌞য দিতে হবে।
৪) স্ক্রিনে পড়ুয়াদের ফলাফল দেখাবে।
৫) সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে ভবিষ্যতের জন্য রেখে দেও🥂য়া ভালো।