সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের মধ্যে প্রকাশিত হবে অসমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একথা জানিয়েছে সে রাজ্যের উচ্চশিক্ষা সংস🅘দ।
চলতি বছর ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২.৩৫ লাখ। পরীক্ষার কন্ট্রোলার পঙ্কজ বরঠাকুর বলেন, '১৪ মার্চ থেকে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে ২৪ মার্চ তা বন্ধ করে দিতে হয়েছি🤡ল। তবে লকডাউনের আগেই মূল্যায়ন প্রক্রিয়ায় প্রায় ৮০ শতাংশ হয়ে গিয়েছে।'
তারপর লকডাউনে কিছুটা ছাড় দেওয়ার পর ২১ এপ্রিল থেকে আবার মূল্যায়ন প্রক্রিয়া জোরকদমে শুরু হয়েছে বলে জানান পরীক্ষার কন্ট্রোলার। তিনি বলেন, ‘১০ মে'র মধ্যে এটি শেষ হয়ে যাবে বলে মনে হচ🌳্ছে। যদি তাই হয়, তাহলে আগ🌸ামী মাসের শেষের মধ্যে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারব।’
গত বছর ২৫ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল। তার আগে যা অনেক দেরিতে হত। কারণ ২০১৮ সাল পর্যন্ত অসমে মার্চ থেকে এপ্রিলে পরীক্ষা হত। গত বছর থেকে তা ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে আনা হয়েছে। ফলে পরীক্ষা মার্চেই 🙈শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষার কন্ট্রোলার বলেন, ‘সময়সূচি এক মাস এগিয়ে আসার ফলে আমরা আগে পরীক্ষা শেষ করতে পেরেছি। মূল্যায়ন প্রক্রিয়াও আℱগে শুরু করতে পেরেছি, যখন সিবিএসই-সহ অনেক রাজ্যের বোর্ড এখনও পরীক্ষাই প্রক্রিয়া শেষ করতে পারেনি।’