প্রকাশিত হল অসমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার সকাল ন'টা থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট🍌 দেখতে পাচ্ছে।
এবং সাইটে গিয়ে রেজাল্ট দেখা যাবে। এছাড়াও✅ , , , , ইত্যাদি সাইটে ফলাফল দেখা যা🧜চ্ছে।
কীভাবে ফলাফল দেখা যাবে?
১) ক্লিক করুন।
২) HS Final Year Examination Results 2020, Assam Will be Available on 25-06-20🐻20 লিঙ্কে ক্লিক করুন।
৩) লিঙ্কে ক্লিক করুন।
৪) লিঙ্কে ক্লিক করুন।
৫) নিজের রোল, নম্বর এবং কম্পিউটার স্ক্রিনে যে সংখ্যা দেখাচ্ছে, সেটা লিখতে হবে। তারপর Submit ক📖রতে হবে।
৬) স্ক্রিনে পড়ুয়াদের ফলাফল দেখাবে।
পাশাপাশি, ও (AHSEC Result 2020) পরীক্ষার ফল দেখতে পাবে পড🔯়ুয়ারা। মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য SEBA২০ (রোল নম্বর) লিখে ৫৭৭৬৬ নম্বরে মেসে🐲জ পাঠতে হবে।
অসম উচ্চশিক্ষা সংসদের পরীক্ষার কন্ট্রোলার পঙ্কজ বরঠাকুর জানিয়েছেন, পড়🅷ুয়ারা নিজেদের রোল নম্বর লিখে ওই ওয়েবসাইটগুলি থেকে রেজাল্ট এবং মার্কশিট পাবে। পাশাপাশি তিনি বলেন🌱, ‘যে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নয়, তাঁরা আগামী ২৭ জুন থেকে এবং সাইটে গিয়ে প্রয়োজনীয় ফি জমা দিয়ে পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারবে।'