♊ প্রকাশিত হল বিহারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা biharboardonline.bihar.gov.in এবং biharboardonline.com সাইটে ফলাফল দেখতে পারবে।
🐲করোনাভাইরাস প্রকোপের মধ্যে চলতি বছর ২০ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ১,৫২৫ টি কেন্দ্রে বিহারের ম্যাট্রিক বা মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। প্রায় ১৬.৮৪ লাখ পড়ুয়া পরীক্ষায় বসেছিল। ছাত্রের সংখ্যা ছিল ৮.৪৬ লাখ। ছাত্রীর সংখ্যা ছিল ৮.৩৮ লাখ। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে। যা বিহার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
কোথায় কোথায় ফল দেখবেন?
১) biharboardonline.bihar.gov.in
২) biharboardonline.com
📖৩) সেই সঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তেও নজর রাখুন।
ཧমার্চের তৃতীয় সপ্তাহে ‘অ্যানসার কি’ প্রকাশ করেছে বিহারের বোর্ড। বিজ্ঞান, অঙ্ক, সোশ্যাল বিজ্ঞান, ইংরেজি এবং মাতৃভাষার অবজেকটিভ প্রশ্নের সঠিক উত্তর প্রকাশ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে। প্রতিটি বিষয়েই সেই নম্বর তুলতে হবে। যে ছাত্র-ছাত্রীরা একটি বা দুটি বিষয়ে ৩০ শতাংশের যোগ্যতা পার করতে পারবে না, তাদের কম্পার্মেন্টাল পরীক্ষায় বসতে হবে।