এই বছর কি সিবিএসইয়ের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিচ্ছেন? অথবা আপনার সন্তান পরীক্ষা দিচ্ছেন? তাহলে আপনার জন্য একটা বড় খবরও আছে। কোনও পরীক্ষার প্রশ্নপত্রে কোনও ভুল থাকল💜ে বা সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এলে কী করবেন, তা নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সেই পরিস্থিতিতে পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে কোনও প্রশ্ন এলে বা ভুল প্রশ্ন এলে কী করতে হবে, তা নিয়ে দুশ্চিন্তা না করে আদতে কী করা উচিত, সেটা দেখে নিন।
প্রশ্নপত্রে কোনও ভুল বা সিলেবাসের বাইরে প্রশ্ন থাকলে কী করতে হবে?
১) প্রশ্নপত্রে যদি পাঠ্যক্রমের বাইরে থেকে কোনও প্রশ্ন আসে🎃 বা প্রশ্নপত্রে কোনও ভুল থাকে, তাহলে সেটা দ্রুত পরীক্ষাকেন্দ্রে থাকা পরিদর্শককে (ইনভিজিলেটর) জানাতে হবে।
২) তারপর সেই প্রশ্নের বিষয়♔ে বোর্ড কর্তৃপক্ষকে জানাবেন সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ𝓰্রের সুপারভাইজার। ইমেলের মাধ্যমে সেই তথ্য জানাবেন তিনি।
৩) যদি ভুল প্রশ্ন আসে বা সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হয়, তাহলে নয়া 'মার্কিং সিস্টেম' কার্যকর করা হবে। নয়া নিয়ম অনুযায়ী, সেই নয়া 'মার্কিং সিস্টেম' তৈরি করবেন দশম এবং দ্বাদশ শ্র🃏েণির শিক্ষকরা।
৪) ইনস্ট্রাকটরদের ১০ দিনের মধ্যে বোর্ডের কাছে একটি পর্যালোচনা রিপোর্ট পাঠাতে ไহবে।
৫) যেদিন পরীক্ষা থাকবে, সেদিন সেই রিপোর্ট তৈরি করতে হবে। আর বোর্ডের ♔কাছে পাঠাতে হবে বলে জানান൲ো হয়েছে।
৬) সেই রি♑পোর্টে বিভিন্ন তথ্য থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র কতটা কঠিন হয়েছে বা সহজ হয়েছে, প্রশ্নপত্রে কোনও ভুল আছে কিনা, ছাপার গুণগত মান কেমন, সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন এ༒সেছে, সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে।
এমনিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে সিবিএসইয়ের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া আরও ♎২৬টি দেশে পরীক্ষা চলছে। সিবিএসইয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবার ৩৯ লাখের মতো পড়ুয়া বিএসইয়ের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিচ্ছেন। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মার্চ। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: HS exam 2024: শিলিগুড়ি বয়েজে উচ্চমাধ্যমিকে উ👍ত্তরের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি গেল ছা🅷ত্র!