আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চতুর্থ সেমেস্টারের ফলাফল প্রকাশিত হতে চলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আজ (মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতুর্থ সেমেস্টারের ফলাফল (BA/BSc Semester IV - Honours/General/Major - CBCS Results 2023) প্রকাশ করা হবে। বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে পড়ুয়ারা অনলাইনে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন। তবে আজই মার্কশিট মিলবে না। মার্কশিটের জন্য পড়ুয়াদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে🌊। যাঁরা অনেকদিন ধরেই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হওয়ায় তাঁরা কিছুটা স্বস্তিপ্রকাশ করেছেন। একই𒆙সঙ্গে রেজাল্টের টেনশনও বাড়ছে।
কোথায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতু্র্থ সেমেস্টারের রেজাল্ট দেখা যাবে?
১)
২)
কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতু্র্থ সেমেস্টারের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in-তে যেতে হবে।
২)♔ যে পেজ খুলে যাবে, সেটার ঠিক উপরেই 'Latest Announcement' দেখতে পাবে𒐪ন। নীচেই থাকবে ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS) Results published on Tuesday, 26th September, 2023 at 4.30 PM’। ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেটার ঠিক উপরেই ‘B.A./B.Sc. Semester-IV (Honours/General/Major) Examinations, 2023 (Under CBCS)’ থাকবে। নীচেই 'Please Enter Your Roll No' এবং 'Enter Captcha' দেখতে পাবেন। নিজের রোল নম্বর এবং ক্যাপটা দিয়ে 'Submit' করতে হবে। তাহলেই স্ক্রিনে আপনার রেজাল্𝓀ট দেখাবে। যা ভবিষ্যতের জন্য রেখে দিন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১২ ডꦺিজিটের যে রোল নম্বর দিতে হব🌸ে, তাতে হাইফেন ব্যবহার করা যাবে না। হাইফেন ছাড়াই নিজের ১২ সংখ্যার রোল নম্বর দিতে হবে।
আরও পড়ুন: Consta🎶ble hiring age limit change: কনস্টেবল নিয়োগে বয়সসীমা বাড়িয়ে ৩০ বছর করার ভাবনা
কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসির চতু্র্থ সেমেস্টারের মার্কশিট দেওয়া হবে?
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টো ৩০ মিনিট থেকে কলেজের প্রতিনিধিদের হাতে গেজেট ও গ্রেডশিট তুলে দেওয়া হবে। 'রেজাল্ট (মেজর) অ্যান্ড কম্পিউটার সেল-🅷১ সেকশন' থেকে কলেজের প্রতিনিধিরা কলেজভিত্তিক কলেজ এবং গ্রেডশিট সংগ্🐻রহ করতে পারবেন।