💧 সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দ্বাদশ শ্রেণির মতো দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার কমেছে। এবার পাশের হার ঠেকেছে ৯৩.১২ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসআই) অফিসিয়াল ওয়ে𒉰বসাইট resuts.cbse.nic.in এবং cbseresuts.nic.in থেকে রেজাল্ট দেখা যাবে। সেইসঙ্গে DigiLocker থেকেও সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
কীভাবে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দেখবেন?
🌼১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbseresults🤡.nic.in-তে ক্লিক করতে হবে।
২) ‘RESULTS’-তে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে 'Secondary꧒ School Examination (Class X) 2023'-র নীচে 'Ent⛎er your Roll Number', ‘Enter School No’, ‘Enter Date of Birth’ এবং 'Enter Admit Card ID' লিখতে হবে। তারপর ‘Submit’ করতে হবে পড়ুয়াদের।
৪) কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দে𝓀খা 🐼যাবে।
CBSE Cl🧜ass 10th Result 2023 দেখার ডিরেক্ট লিঙ্ক -
সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের আপডেট
১) সিবিএসই দশম🦄 শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ৯৩.১২ শতাংশ। যা গত বছরের তুলনায় কম (১.২৮ শতাংশ কম)। ২০২২ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ছি🌜ল ৯৪.৪ শতাংশ।
২) অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে ত্রিবান্দ্রম অঞ্চল (৯৯.৯১ শতাংশ)। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাতেও ত্রিব൲ান্দ্রম অঞ্চল শীর্ষে আছে। আর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সবথেকে কম পাশের হার গুয়াহাটিতে (৭৬.৯ শতাংশ)।
আরও পড়ুন: Madhyamik 2023 Results: মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে🌃 বড়সড় পরিবর্তন, আরও চাপ বাড়বে পড়ুয়াদের
৩) সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষাতেও ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। মেয়েদের প♌াশের ছিল ৯৪.২৫ শতাংশ। ছেলেদের ছিল ৯২.ꦦ২৭ শতাংশ।
৪) সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য নাম নথিভജুক্ত করেছিল ২১,৮৪, ১১৭ জন। পরীক্ষায় বসেছিল ২১,৬৫,৮০৫ জন। পাশ করেছ🙈ে ২০,১৬,৭৭৯ জন। পাশের হার ৯৩.১২ শতাংশ।
৫) স্কুলভিত্তিকে পাশের নিরিখে শীর্ষে আছে জওহর নবোদয় বিদ্যালয় (৯৯.১৪ শতাংশ)। তারপর আছে যথাক্রমে কেন্দ্রীয় বিদ্যালয় (৯৮ শতাংশ), স্বশাসিত প্রতিষ্ঠান (৯৫.২৭ শতাংশ), সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল অ্যাডমিনিস্ট্রেশন (৯৩.৮৬ শতাংশ), সরকার-পোষিত প্রতিষ্ঠান (৮১.৫৭ শতাংশ) এবং🤡 সরকার🌼ি স্কুল (৮০.৩৮ শতাংশ)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p💝/p7me4aup)