নবম ও একাদশ শ্রেণিতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের অনলাইন বা অফ লাইন পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বেশ কিছু দিন ধরেই অকৃতকার্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে এ নিয়ে প্রশ্ন আসছিল বোর্ডের কাছে। তারপরই এই সিদ্ধান্ত নিল বোর্ড। করোনা আতিমারির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।বোর্ড সূত্রে বলা হয়েছে, CBSE অনুমোদিত সমস্ত স্কুল অনলাইন/অফলাইন পরীক্ষায় পড়ুয়াদের পারফরম্যান্সের ভিত্তিতে নতুন ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেবে। পরীক্ষা আয়োজনের আগে স্কুলগুলিকে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার নির্দেশও দিয়েছে বোর্ড।গত সপ্তাহেই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করা হয়। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সেগুলি মিটিয়ে ফেলা হবে বলে জানিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।