দীর্ঘ অপেক্ষার পর অবশেষ 🧸প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নয়া নির্ঘণ্ট। টুইটারে তা কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ ♛পোখরিয়াল।
সোমবার দুপুর একটা নাগাদ প্রথমে উত্🍨তর-পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার পুরো সময়সূচি প্রকাশ করেন পোখরিয়াল। টুইটারে তিনি বলেন, 'উত্তর-পূর্ব দিল্লিতে পাঠরত দশম শ্রেণির সকল প্রিয় পড়ুয়ারা, তোমাদের বোর্ড পরীক্ষাꦐর এটা নির্ঘণ্ট। শুভকামনা রইল।'
দশম শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট :
অপর একটি টুইটে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী। দশম শ্রেণির মতো তিনি লেখেন, ‘দশম শ্রেণির সকল প্রিয় পড়ুয়ারা, তোমাদের বোর্ড পরীক্ষার এটা নির্ঘণ্ট। শুভকামনা রইল।’ দেশের অন্যান্য প্রান্ত এবং✃ উত্তর-পূর্ব দিল্লির ♍পরীক্ষার সূচি একইসঙ্গে দেওয়া হয়েছে।
দ্বাদশ শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট :
দুটি বোর্ড পরীক্ষার জন্য়ই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে💎𝔍। পরীক্ষাকেন্দ্রে আসার সময় পড়ুয়াদের কী কী সতর্কাত অবলম্বন করতে হবে, তাও জানানো হয়েছে। সেগুলি হল -
১) ট্রান্সপারেন্ট বোতলে পড়ুয়াদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে 🃏হবে।
২) 🌄প্রত্যেক পড়ুয়াকে মাস্ক বা কাপড় দিয়ে তাদের নাক-মুখ ঢেকে র♏াখতে হবে।
৩) প্༒রত্যেক পড়ুয়াকে শারীরিক দূরত্বের বিধি মেনে চলতে হবে।
৪) করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা নেওয়ার বিষয়ে অভꦡিভাবকদের তাঁদের ছেলেমেয়েদের সাহায্য করতে হবে।
৫) অভিভাꦬবকদের নিশ্চিত করতে হবে যে তাঁদের ছেলেমেয়ে অসুস্থ নন।