মাধ্যমিক পাশের যোগ্যতায় কর্মী নিয়োগ🍃 করবে কেন্দ্র🐷ীয় প্রতিরক্ষা মন্ত্রক। আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ থেকেও।
বেতন
মাসে ১৮ থেকে ১৯ হাজার টাকা বেতন। সঙ্গে আরও বিভিন্ন সরকারি ভাতা দেওয়া হবে। স🦋ব মিলিয়ে ২০-২৫ হাজার দাঁড়াবে ইন-হ্যান্ড স্যালারি।
কোন পদে নিয়োগ?
গ্রুপ 'সি' পদে নিয়োগ করা হবে। নিম🗹্নলিখিত পদে উত্তর এবং দক্ষিণ ASC সেন্টারে চাকরি দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
১. সিভিল মোটরড্রাইভার (কেবল পুরুষ 🎉প্﷽রার্থীদের জন্য)
২. ক্লিনার
৩. কুক
৪. সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টার
৫. লেবার (কেবল পুরুষ প্রার্থীদের জন্য)
৬. MTS (সাফাইওয়ালা)
মোট শূন্যপদ:
মোট ভ্যাকেন্সির সংখ্যা ৪০০।
বয়স:
নূন্যতম বয়💛স ১৮ বছর। বয়সের উর্ধসীমা ২৭ বছর। যদিও SC/ST এবং OBC প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
নূন্যতম মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সিভিল মোটরড্রাইভার পদের ♏ক্ষেত্🉐রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেই সঙ্গে নূন্যতম ২ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা চাই। অন্যদিকে বাকি পদেও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি:
ফর্ম জোগাড় করতে হবꦍে 🦩অনলাইনে। তবে, সেটি ভরে অফলাইনে পাঠাতে হবে।
ফর্মের ওয়েবসাইটের লিঙ্ক:
ফর্ম পাঠাবেন যে ঠিকানায়: The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Cent꧙re (South) – 2 ATC, Agram Post, Bangalore -07
The Presiding Officer, Civilian๊ Direct Recruitment Board, CHQ, ASC Centre (North)
আবেদন ফি:
আবেদন ফি লাগবে না।
আবেদন পাঠানোর তারিখ:
আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৭ স♌েপ্টেম্বর ২০২১। তবে পোস্টে আবেদন পাঠানোর ক্ষেত্রে ৫ দিন আগে থাকতে, অর্থাত্ ১২ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন প্রেরণ করাই শ্রেয়।