সম্ভবত প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের চাকরি করতে চান। আর যাঁরা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে পারেন, তাঁদের কাছে আরও একটি বড় সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে অনেকেই সেই চাকরির জন্য আবেদন করে ফেলেছেন। কিন্তু যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা বেশিক্ষণ আর সুযোগ পাবেন না। কারণ আজ স্টাফ সিল🌳েকশন কমিশনের (এসএসসি) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিকাল এবং ইলেকট্রিকাল) পদে আবেদনের শেষদিন আজ। যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১,৩২৪ জন চাকরি পাবেন। আপনিও যদি ওই ১,৩২৪ জনের মধ্যে একজন হতে চান, তাহলে আজকের মধ্যেই স্টাফ সিলেকশন কমিশনের অ𒊎ফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in থেকে আবেদন করতে পারবেন।
SSC JE পদে নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া
১) স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে যেতে হবে। আগে নিজের ইউজারনেম, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করতে 🍌হবে প্রার্থীদের। তারপর হোমপেজের উপর দিকে যেতে হবে। সেখানে ‘Apply’ আছে। তাতে ক্লিক করতে হবে। তাহলে একটি নয়া পেজ খুলে যাবে।
২) প্রথমেই আসবে CGL আসবে। সেখান থেকে JE বেছে নিতে হবে। একেবারে শেষের দিকে 'Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quaꦗntity Surveying & Contracts) Examination, 2023' আছে। সেটার পাশেই আছে 'Apply'।
৩) সেখানে গিয়ে ন🌟িজের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তারপর ফি জমা দিতে হবে প্রার্থীদের। আবেদন ফি ডাউনলোড করে🦄 তা ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
SSC JE পদে নিয়োগের জন্য আবেদন ফি
স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) জুনিয়র🍨 ইঞ্জি🤪নিয়ার (সিভিল, মেকানিকাল এবং ইলেকট্রিকাল) পদে আবেদনের জন্য লাগবে ১০০ টাকা। যে প্রার্থীরা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং এক্স-সার্ভিসম্যানদের কোনও আবেদন ফি দিতে হবে না বলে জানিয়েছে কমিশন।
SSC JE পদে শিক্ষাগত যোগ্যতা
SSC JE পদে নিয়োগের প্রক্রিয়া
প্রাথমিকভাবে কম্পিউটার বেসড পরীক্🐼ষা হবে (প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র)। তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১,৪০০ জন প্রার্থী স্টাফ সিলেকশ☂ন কমিশনের (এসএসসি) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিকাল এবং ইলেকট্রিকাল) পদে চাকরি পাবেন।