বাংলা নিউজ > কর্মখালি > Change in Post-Graduate Course: শীঘ্রই দেশে মাস্টার্স ডিগ্রির কোর্স হবে ১ বছরের, উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় বদল আসছে ২০২৪-এ
শীঘ্রই দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে আসতে চলেছে একটি বড় পরিবর্তন। এক বছরেই শেষ করা যাবে মাস্টার্স ডিগ্রির কোর্স। তবে সবাই স্নাতকোত্তর স্তরে এই 'সুবিধা' পাবেন না। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের শিক্ষাবর্ষ শুরুর তোড়জোড় শুরু করে দিয়েছে। এই আবহে বহু কলেজেই চার বছরের স্নাতক কোর্স চালু হবে। এই আবহে যে পড়ুয়ারা চার বছরের স্নাতক কোর্স করে হনার্স ডিগ্রি লাভ করবেন, তাঁরা পরবর্তীতে একবছরে কোর্স করেই স্নাতকোত্তরের ডিগ্রিও লাভ করতে পারবেন। (আরও পড়ুন: একদিনে𓄧ই ৭০০ প্লেসমেন্ট অফ💖ার IIT খড়গপুরে, ১ কোটির প্যাকেজ পেলেন ক'জন?)