দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষণা করল, এই শিক্ষাবর্ষেও ভর্তি হওয়া যাবে ক্লিনিকাল সাইকোলজি ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের এমফিল কোর্সে। এই এমফিল কোর্সগুলির বৈধতা বাড়ানো হয়েছে ইউজিসি জানায়। শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত এই প্রোগ্রামগুলিতে ভর্তি হতে পারবে। পূর্ববর্তী নির্দেশিকায় আংশিক বদলের কারণ হিসেবে ইউজিসি জানিয়েছে, মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই কথা বিবেচনা করতেই এমন সিদ্ধান্ত।২০২৫-২৬ অ্যাকাডেমিক সেশন পর্যন্ত ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এমফিল কোর্সটি চালু করায় আশায় বুক বেঁধেছেন বহু পড়ুয়াই। এখন দেখার পরবর্তী শিক্ষাবর্ষে এমফিল নিয়ে কী পদক্ষেপ নেয় ইউজিসি। গত বছরের ডিসেম্বরে, ইউজিসি শিক্ষার্থীদের সতর্ক করেছিল, নয়া জাতীয় শিক্ষানীতি অনুসারে এমফিল আর স্বীকৃত ডিগ্রি থাকবে না। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিছু কিছু বিষয়ের জন্য এমফিল ডিগ্রিটি চালু রাখার আবেদন জানায়।এই প্রসঙ্গে ইউজিসি জানায়, 'এটি UGC-এর নজরে এসেছে যে, কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছে। এই বিষয়ে মনে রাখা দরকার এমফিল ডিগ্রি আর কোনও স্বীকৃত ডিগ্রি নয়। ইউজিসি রেগুলেশনস ২০২২-এর রেগুলেশন নং ১৪তে স্পষ্টভাবে জানানো হয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি আর এমফিল প্রোগ্রাম অফার করতে পারবে না।' ফলে বর্তমান শিক্ষাবর্ষের ক্ষেত্রে ক্লিনিকাল সাইকোলজি, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে এমফিল কোর্সটি বৈধ হলেও অন্যান্য কোর্সের ক্ষেত্রে এই ডিগ্রিটি আর স্বীকৃত নয়।প্রসঙ্গত, ২০২২-এর ৭ নভেম্বর এই নয়া নিয়ম প্রকাশ করেছিল ইউজিসি। তারপরও, বিশ্ববিদ্যালয়গুলি এই কোর্স চালু রাখায়, এদিনের বিজ্ঞপ্তিতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে এমফিল কোর্সে ভর্তি বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে, শিক্ষার্থীদেরও এমফিল কোর্সে ভর্তি না করার পরামর্শ দেওয়া হয়েছে। নয়া জাতীয় শিক্ষানীতি অনুসারে এমফিল কোর্স বন্ধ হওয়ায় বিপাকে বহু ছাত্রছাত্রী।