UPSC, JPSC Free Coaching in Jharkhand: ঝাড়খণ্ডের যুবকদের বড়সড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যের যুবকদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সম্পূর্ণ 🎐ব্যয় বহন করবে সরকার। JPSC, UPSC, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন ইত্যাদি সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির খরচ টানবে রাজ্য সরকার। শীঘ্রই এ বিষয়ে একটি আইন আনা হবে ঝাড়খণ্ড♈ে।
অর্থাভাবে অনেক তরুণদেরই পরীক্ষার প্রস্তুতি মাঝপথে ছাড়তে হয়। স্কুল-কলেজ স্তরে সকলের পরিবারের পক্ষে পড়ুয়ার পরীক্ষার প্রস্তুতির খরচ দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে বেকার অবস্থায় সরকারি চাকরির প্রস্তুতি করাও সকলের পক্ষে সম্ভব হয় না। সেই সমস্য♏াই দূর করতে চাইছে হেমন্ত সোরেন সরকার। শনিবার মোরহাবাদী ময়দ🥂ানের এক অনুষ্ঠানে তাঁর এই পদক্ষেপের কথা জানান তিনি।
কমানো হয়েছে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষার ফি
JPSC পরীক্ষায় আবেদনে উত্সাহ দিতে ফি কমিয়েছে সরকার। আগে আবেদন ফি ৮♛০০ টাকা করে ছিল। সেখান থেকে কমিয়ে ৫০-১০০ টাকার মধ্যে রাখা 🧜হয়েছে।
মুখ্যমন্ত্রী তরু♕ণদের উদ্দেশে বলেন, গত সপ্তাহেই আমরা JPSC-এর অধীনে ২৫০ জন যুবক-যুবতীকে নিয়োগপত্র বিতরণ করেছি। এর মধ্যে বিপিএল পরিবারের ৩৫ জন যুবক-যুবতীও ছিলেন। এটা আমার জন্য একটা দারুণ আনন্দ ও আবেগের মুহূর্ত। কামার, দিনমজুর, শ্রমিকদের সন্তানরা আজ রাজ্যে বিডি🦂ও হিসাবে চাকরি পাচ্ছেন।