আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই প্রকাশিত হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এ/বি.এসসি ষষ্ঠ সেমেস্টারের (অনার্স/জেনারেল/মেজর) ফ▨লাফল। দুপুর ২ টো ৩০ মিনিট থেকে൲ অনলাইনে wbresults.nic.in এবং www.exametc.com-তে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
কীভাবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের স্নাতক স্তরের ফাইনাল সেমেস্টারের রেজাল্ট দেখবেন?
১) wbresults.nic.in-তে যান।
২) হোমপেজে ‘B.A./B.Sc. Semester-VI (Honours/General/Major) Examinations, 2022 (Under CBCS)’ লিঙ্ক 🦂থাকবে। তাতে ক্লিক করুন।
৩) 'Please Enter Your Roll No.🦩' এবং 'Enter Captcha' আছে। নিজের ১২ সংখ্যার রোল নম্বর এবং ক্যাপটা লিখে 'Submit' করুন।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড💙 করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
কবে পরীক্ষা হয়েছিল?
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনে পরীক্ষা হয়েছিল। পড়ুয়াদের বিক্ষোভের মধ্যেই এবার অফলাইন পরীক্ষার পথে হেঁটেছিল বিশ্ববিদ্যালয়। তা নিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। আবেদনকারী দাবি করেছিলেন, রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই (চাপের মুখে একাধিক বিশ্ববিদ্যালয় অফলাইনের সিদ্ধান্ত পালটেছিল) অনলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়ার পথে হেঁটেছে। সেক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বই খুলে লেখার সুযোগ পাবেন। অথচ পুরো পাঠ্যক্রম শেষ করা না হলেও অফলাইনে পরীক্ষা নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যা🉐লয়।
তবে অফলাইনের পরীক্ষার উপর স্থগি🎐তাদেশ দেয়নি হাইকোর্ট। খারিজ হয়ে গিয়েছিল মামলা। নির্ধারিত সূচি মেনে ২৭ জুন থেকে অফলাইনে পরীক্ষা শুরু হয়েছিল। হুল দিবসের জন্য ৩০ জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়ায় ৪ অগস্ট পর্যন্ไত পরীক্ষা চলেছিল। অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আজ বি.এ/বি.এসসি ষষ্ঠ সেমেস্টারের (অনার্স/জেনারেল/মেজর) ফলাফল প্রকাশিত হতে চলেছে।
দেশের মধ্যে উজ্জ্বল কলকাতা বিশ্ববিদ্যালয়
সম্প্রতি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় র্যাঙ্কিং অনুযায়ী, এবার কলকাতা বিশ্ববিদ্যালয় দেশে অষ্টম স▨্থান অধিকার করেছে। তবে গতবারের থেকে কিছুটা নেমে গিয়েছে।
গত জুলাইয়ে ‘ইন💎্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় আছে - কলকাতা এবং যাদবপুর। তবে এবার যাদবপুরের নীচে নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। গতবার চতুর্থ স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারের থেকে অবশ্য এবারের NIRF Ranking-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্কোর বেড়েছে। গতবার ৬২.০৬ পেয়েছিল। এবার স্কোর দাঁড়িয়েছে ৬২.২৩।