পশ্চিমবঙ্গ-সহ ২১ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করℱল কেন্দ্র🐬। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব রজনীশ জৈন যে বিজ্ঞপ্তি জারি করেছেন, তাতে দেশের মধ্যে সর্বাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে দিল্লিতে। তারপর তালিকায় আছে উত্তরপ্রদেশ।
কমিশনের তরফে জানানো হয়েছেꦡ, এবার দিল্লিতে আটটি, উত্তরপ্রদেশে চারটি, ওড়িশার দুটি এবং কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ও পুদুচেরিতে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে। গতবার সর্বাধিক আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় ছিল উত্তরপ্রদেশে। এবার উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা অর্ধেক হয়ে গিয়েছে। অন্যদিকে দিল্লিকে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। গতবার সাতটি ছিল।
গতবার পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছিল কমিশন। এবারও সেই সংখ্যাটা দুই আছে। তা🐻ৎপর্যপূর্ণভাবে আগেরবার যে দুটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছিল, সেই দুটি💟 বিশ্ববিদ্যালয়ই এবার কমিশনের ভুয়ো তালিকায় ঠাঁই পেয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে, তা দেখে নিন -
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন, ৮০, চৌরঙ্গী রোড, কলকাতা - ৭০০০২০।
- ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ৮-এ ডায়মন্ড হারবার রোড, বিল্টেক ইন, দ্বিতীয় তল (ঠাকুরপুকুর)।
দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়
- দায়রাগঞ্জের কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড।
- ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি।
- ভোকেশনাল ইউনিভার্সিটি।
- এডিআর সেন্ট্রিক জুডিশিয়াল ইউনিভার্সিটি।
- ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
- বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট।
- আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।
- অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিকাল হেলথ সায়েন্স (এবারের তালিকায় এটি নতুন যুক্ত হয়েছে, বাকি সাতটি আগেরবারও ছিল)।
উত্তরপ্রদেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়
- এলাহাবাদের গান্ধী হিন্দু বিদ্যাপীঠ।
- আলিগড়ের নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি।
- কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি।
- লখনউয়ের গান্ধী হিন্দু বিদ্যাপীঠ। (এবার যে চারটি আছে, আগের তালিকায় সেগুলি ছিল।)
ওড়িশার ভুয়ো বিশ্ববিদ্যালয়
- নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি।
- রউরকেল্লার নবভারত শিক্ষা পরিষদ। (দুটি বিশ্ববিদ্যালয়ই আগেরবার ভুয়ো তালিকায় ছিল।)