পরীক্ষায় কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য সিইউইটি ইউজি পরীক্ষার্থীদের নতুন করে প🐭রীক্ষার আয়োজন করা হয়েছে। ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট'-এর গত সপ্তাহের পরীক্ষায় প্রবল খারাপ অবস্থা ছিল প্রযুক্তিগত দিক থেকে। ফলে বহু পড়ুয়া পরীক্ষা বাতিল হওয়ার কোপে পড়ে যায়। সেই সমস্ত পরীক্ষার্থী, যাঁদের পরীক্ষা প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেস্তে গিয়েছে তাঁদের জন্য নতুন পরীকꩵ্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, নতুন পরীক্ষার তারিখ ২৪ অগাস্ট থেকে ২৮ অগাস্টের মধ্যে আয়োজিত হবে। এই তথ্য জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীদের ২৪ থেকে ২৮ অগাস্টের মধ্যে সময়ের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ১২ থেকে ১৪ অগাস্ট আরও দিন দেওয়া ছিল। তবে তা বাদে অন্য দিন ধার্য করার আবেদন আসে। ফলে পরীক্ষার্থীরা তাঁদের নিজের পছন্দ মতো সময় বেছে নিতে পেরেছেন এই পরীক্ষার জন্য। বাধা, বিপত্তি, একাকিত্ব ঘোচা🔥তে ঝুলন থেকে জন্মাষ্টমী মেনে চলুন এই বাস্তুটিপস
এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যে দেশে একাধিক উৎসব রয়েছে। সেই কারণে ১꧙৫৮১১ জন পড়ুয়া আবেদন জানিয়েছেন যাতে কোনও মতেই পরীক্ষা ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যে ফেলা না হয়। সেই জায়গা থেকে এই আবেদনগুলিকে ধার্য করে এজেন্সি।এছাড়াও বহু পরীক্ষার্🦋থী পরীক্ষার জায়গার তারিখ ও শহরের বদলির জন্যও আবেদন করেছেন। সেই বিষয়গুলিকেও ধার্য করে এগিয়ে যাচ্ছে এনটিএ। নতুন পরীক্ষার জন্য নতুন করে দিন ধার্য করার প্রক্রিয়া চলছে।