ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের স্নাতক নিয়োগ করবে দেশের দ্ব𒀰িতীয় বৃহত্তম আইটি কোম্পানি ইনফোসিস। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইনফোস꧑িস বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৫৫,০০০ গ্র্যাজুয়েট নিয়োগ করবে।
ইনফোসিসের সিইও সলিল পারেখ বলেন, প্রযুক্তি সেক্টরে ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান স্নাতকদের চাহিদা রয়েছে। তবে কাজে ঢোকাꦡর পরেও অল্প সময়ের মধ্যে অনেক নতুন বিষয় শিখতে হবে।
আরও পড়ুন : অবিশ্বাস্য দাম! ৮ হাজার টাকারও কমে ৬ GB RAM-এর ফোন
'আমরা আগামী বছরে ཧ(২০২২-২৩) ৫৫ হাজার কলেজ গ্র্যাজুয়েট নিয়োগ করব,' জানান পারেখ। NASSCOM-এর আয়োজিত একটি অনুষ্ঠানে 🤪পারেখ এ কথা জানান৷
আরও পড়ুন : গাড়ি না কিনেই চালান, কলকাতায় সাবস্ক্রিপশন প্ল্যান আনল Maruti Suzuki
কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে পারেখ বলেন, প্রযুক্তি ক্ষেত্রে এখন সুযোগের অভাব নেই। তবে কম সময়ের 💮মধ্যেই পড়ুয়াদের নতুন নতুন বিষয় শিখতে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, 'আগামী এক দশকে প্রয়োজন অনুযায়ী কর্মচারীদেরও দক্ষ হয়ে উঠতে হবে। দ্রুত হারে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। তাই তরুণ গ্র্যাজুয়েটদের প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর নিজেদের আপডেট করতে থꦗাকতে হবে।'